গাজায় ইসরাইলের হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

- ডেস্ক রিপোর্ট:
- 25 Mar, 2025
গাজা উপত্যকায় পৃথক হামলায় দুই গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় কর্মরত ছিলেন।
উত্তর গাজায় নিহত হন আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত। প্রত্যক্ষদর্শীরা জানান, বেইত লাহিয়ার পূর্বাঞ্চলীয় অংশে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।
গাজার কেন্দ্র থেকে আল জাজিরার অপর সাংবাদিক তারেক আবু আজ্জোউম জানান, ২৩ বছর বয়সী শাবাত এর আগেও ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন।
'তা সত্ত্বেও গাজায় সাংবাদিকের দায়িত্ব পালনে পিছপা হননি তিনি', যোগ করেন তারেক। তারেক বলেন, 'কোনো আগাম সতর্কতা ছাড়াই তার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়।'
শাবাতের সহকর্মীরা মৃত্যুর আগে বলা তার শেষ কথাগুলো জানিয়েছেন। এই কথাগুলো তিনি আগেই লিখে রেখেছিলেন।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টটিতে শাবাত বলেন, 'আপনি এই লেখাটি পড়ার অর্থ হল, আমাকে মেরে ফেলা হয়েছে—খুব সম্ভবত আমার বিরুদ্ধে হামলা হয়েছে—আর সেই হামলা করেছে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনী।'
চলতি বছরের মার্চ পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইল ৫০,হাজারের এরও বেশি সাধারণ নিরীহ মানুষ কে হত্যা করেছে।
সেই সাথে হত্যা করেছে ১৬৭ জন সাংবাদিক ও মিডিয়া কর্মীকে। এছাড়া ১২০ জন শিক্ষাবিদ, ২২৪ জনেরও বেশি মানবিক সহায়তা কর্মী, যার মধ্যে ইউএনআরডব্লিএ- এর ১৭৯ জন কর্মচারীও রয়েছেন । ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ৮০শতাংশই হচ্ছে ফিলিস্তিনের বেসামরিক নাগরিক। আবাসিক এলাকায় যাদের হত্যা করা হয় তাদের মধ্যে ৭০শতাংশ হচ্ছে শিশু ও নারী।
২০২৫ সালের জানুয়ারিতে, দ্য ল্যানসেটে অক্টোবর ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত গাজা যুদ্ধে মৃত্যুর একটি সমকক্ষ-পর্যালোচিত বিশ্লেষণ প্রকাশিত হয়েছিল । গবেষণাপত্রটি অনুমান করেছে যে এই সময়ের মধ্যে আঘাতজনিত আঘাতের কারণে ৬৪,২৬০ জন মারা গেছেন এবং সম্ভবত ২০২৪ সালের অক্টোবরের মধ্যে ৭০,০০০ ছাড়িয়ে গেছে, যার মধ্যে ৫৯.১% নারী, শিশু এবং বয়স্ক।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
