ইলন মাস্কের নতুন দল ”আমেরিকা পার্টি’ অংশ নিবে ২০২৬সালে মধ্যবর্তী নির্বাচনে!!

- ডেস্ক রিপোর্ট:
- 06 Jul, 2025
আনন্দবাজার ডট কম
নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। জানিয়েছেন, তাঁর ‘আমেরিকা পার্টি’ ২০২৬ সালের ‘মিড-টার্ম ইলেকশন’-এই প্রতিদ্বন্দ্বিতা করবে।
আমেরিকার মানুষকে ‘প্রকৃত স্বাধীনতা’ এনে দেওয়া মাস্কের এই নতুন দলের লক্ষ্য। কিন্তু আমেরিকার গণতন্ত্রে দ্বিদলীয় ব্যবস্থা চালু রয়েছে। দু’টি দল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটিক পার্টি। দ্বিদলীয় ব্যবস্থায় থেকে কী ভাবে তৃতীয় দল তৈরি করলেন মাস্ক?
আমেরিকার শাসনব্যবস্থায় এই দলের বৈধতা কতটা? কী ভাবে মাস্ককে জায়গা করে নিতে হবে? বিশেষজ্ঞেরা এ বিষয়ে নানা মত দিচ্ছেন।
অধিকাংশই মেনে নিচ্ছেন, কঠিন চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়ালেন মাস্ক। অন্তত ছ’টি চ্যালেঞ্জ তাঁর ‘আমেরিকা পার্টি’র জন্য অপেক্ষা করে আছে।
এই লড়াই একেবারেই সহজ হবে না। মাস্ক বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে অন্যতম। অর্থ তাঁকে এ ক্ষেত্রে কিছুটা সুবিধা করে দিতে পারে। তবে টাকার জোরে টেসলার কর্ণধার আমেরিকার রাজনীতির ময়দানে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন কি না, তা নিয়ে বিশেষজ্ঞেরা সন্দিহান।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গিয়েছে ২০২৪ সালে। আবার চার বছর পরে ওই নির্বাচন হবে। তবে তার আগে ২০২৬ সালেই ভোট রয়েছে আমেরিকায়।
এই ভোটকে ‘মিড-টার্ম ইলেকশন’ বলা হয়ে থাকে। দল ঘোষণার পর মাস্ককে সমাজমাধ্যমে প্রশ্ন করা হয়েছিল, ২০২৬ না ২০২৮, কোন ভোটে তিনি নতুন দল নিয়ে লড়াই করতে চান? মাস্ক দুই শব্দে উত্তর দিয়েছেন। লিখেছেন, ‘‘নেক্সট ইয়ার (আগামী বছর)’’। অর্থাৎ, ২০২৮ পর্যন্ত অপেক্ষা করতে চান না তিনি।
২০২৬ সালের ‘মিড-টার্ম ইলেকশন’-এই লড়বে মাস্কের ‘আমেরিকা পার্টি’।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
