:
ব্রেকিং নিউজ

বিশ্বব্যাপী শান্তির সুবাতাস!

top-news

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমনের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার স্বস্তি নেমে এসেছে পারমানবিক শক্তিধর দু’দেশের জনগনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার রাত থেকে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর ভারত-পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা করণীয় নির্ধারণে নিজেদের মধ্যে বৈঠক করার কথা রয়েছে। শান্তির  সুবাতাস বইছে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও। এরমধ্যে কিয়েভ রাশিয়ার সাথে আলোচনায় বসার সম্মতি দিয়েছে। চার দিনের সংঘর্ষের পর মার্কিন মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে। যার ফলে আজ ভারতের ৩২টি বিমানবন্দরের কার্যক্রম আবারও চালু হয়েছে।

এদিকে বিশ^ব্যাপী সামরিক সংঘাত পরিহারে পথ খোঁজা হচ্ছে সেই মুহুর্তে চীন-আমেরিকার শুল্ক যুদ্ধেও স্বস্তির আভাস পাওয়া গেছে। উভয় দেশ ৯০দিনের জন্য শুল্ক যুদ্ধ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে।

পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে ১৯৯৯ সালের যুদ্ধের পর এটি ছিল সবচেয়ে ভায়াভহ আক্রমন। এরফলে দু’ দেশ ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে বিশ^জুড়ে আশংকা তৈরি হয়।  যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার সে আশংকা কেটে যায়।

বিশ^ব্যাপী যুদ্ধের ডামঢোলের মধ্যে  ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার জনসম্মুখে উপস্থিত হয়ে বিশে^ চলমান যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন  পোপ লিও চতুর্দশ।

এদিকে পাকিস্তানের সেনা প্রধান,জেনারেল মুনির এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তান জানে কীভাবে তার জাতীয় অখন্ডতা রক্ষা করতে হয়। ভারতের ১৩ লাখ সদস্যের বিশাল সামরিক বাহিনী ও তাদের শক্তিশালী অস্ত্রভান্ডর পাকিস্তানকে ভয়  দেখাতে পারবে না। তিনি জাতিকে আশ^স্থ করেন যে, ভারতের সামরিক শক্তি বা কৌশল কোনোটিই পাকিস্তানকে নতজানু করতে পারবে না।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে বলেছেন, ভারতের সঙ্গে যেকোনো আলোচনায় তিনটি প্রধান ইস্যু হচ্ছে কাশ্মীর, সন্ত্রাসবাদ এবং পানি সমস্যা। আলোচনার  এ মুহূর্তকে উভয় দেশের জন্য একটি “সোনালী সুযোগ” হিসেবে  উল্লেখ করে খাজা আসিফ বলেন এরফলে দু’দেশের দীর্ঘ দিনের বিরোধ নিরসনে সহায়ক হতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো অঞ্চলকে নারকীয় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে বলেন, অতীতের সব যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। পাকিস্তানের সেনাবাহিনী লোহার দেওয়াল হয়ে সব রুখে দিয়েছে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলেছেন, পাকিস্তান এই সমস্যার বড় ভুক্তভোগী। ১৯৬০ সালে সম্পাদিক পানি চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই চুক্তি বাতিল বা স্থগিত করার কোন সুযোগ নেই।।

ভারতীয় সেনাদের উদ্ধৃতি দিয়ে সেদেশের গণমাধ্যম জানিয়েছে,  সোমবার বিকেল পর্যন্ত ‘‘জম্মু ও কাশ্মীর এবং আর্ন্তজাতিক সীমান্ত এলাকা কোন ধরনে গোলাগুলির ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিক বলেছেন, তাদের লড়াইটি পাক সেনাদের বিরুদ্ধে ছিল না, ছিল জঙ্গীদের বিরুদ্ধে। এ জঙ্গী আস্তানায় হামলা করা হয়। পাকিস্তানের সেনার জঙ্গীদের হয়ে ব্যাট ধরেছিল, ভারত তার জবাব দিয়েছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেম  ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসার পর রাশিয়ার সাথে শান্তি আলোচানয় কিয়েভ রাজী হয়েছে । তবে, তার আগে রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সোমবার থেকে কার্যকর করার শর্ত দিয়েছে জেলেনেস্কি। কিয়েভের এই দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি রাশিয়া।

শান্তি আলোচনার এগিয়ে নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, তিনি 'আলোচনার আয়োজক হতে প্রস্তুত। এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন।

বিশ^ব্যাপী যুদ্ধ বন্ধের যখন সুবাতাস বইছে ঠিক তখনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ বন্ধের উদ্যোগে স্বস্তি ফিরেছে বিশ^ বাণিজ্য ব্যবস্থায়।  ওয়াশিংটন-বেইজিংয়ের সাম্প্রতিক পাল্টাপাল্টি শুল্কারোপ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি  করে।  সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের দুই দিনের বৈঠক শেষে উভয়ের যৌথ বিবৃতি প্রকাশ করে। বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স জানিয়েছে,  মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট  জানিয়েছে, আগামী ৯০ দিন একে অপরের পণ্যে নতুন করে কোনো শুল্ক আরোপ করবে না এবং ইতোমধ্যে আরোপ করা শুল্ক ১১৫ শতাংশ কমানো হবে।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *