:
ব্রেকিং নিউজ

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: শান্তির পথে এক নতুন সূচনা

top-news

যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, অমৃতসর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে বলে দাবি করেছে ভারতের গণমাধ্যম। তবে, পশ্চি সীমান্তবর্তী সব রাজ্যে এখনো সর্তকতা জারি আছে, সাধারণ মানুষকে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

পারমানবিক অস্ত্র সমৃদ্ধ দু’দেশ ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতি ঘোষণার পর পাকিস্তান জুড়ে রাস্তায় নেমে আসেন  সেদেশের জনগন। তারা অভিভনন্দ জানায় পাক সেনাবাহিনীকে। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, করাচি, মুলতান, হায়দ্রাবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসব পালন করে।

এদিকে, শনিবার রাতে যুদ্ধ বিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে আবারো চির প্রতিদ্বন্দ্বি দুই দেশ ভারত ও পাকিস্তান পরষ্পরের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লংঘনের অভিযোগ করেছে। যুদ্ধ বিরতির মধ্যেই সীমান্তে আবার গোলাগুলির শব্দ শোনা গেছে দাবি 

রয়টার্স জানায়, লড়াইয়ের কেন্দ্রস্থল জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকায়। সেখানে আবারও গোলাবর্ষণ এবং ড্রোন হামলা হয়েছে। রাতের আঁধারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় হতে দেখা যায়। এর পরই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির  অভিযোগ, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।  ভারতীয় সশস্ত্র বাহিনীকে এর যেকোনো পুনরাবৃত্তি 'কঠোরভাবে মোকাবেলা' করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানকে যুদ্ধ  বিরতি লংঘন না করারও আহবান জানান।

জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটি যুদ্ধবিরতির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে গোলাগুলির জন্য ভারতকে দায়ী করা হয়েছে।  পাকিস্তান সেনাবাহিনী সংযমের সাথে পরিস্থিরি মোকাবেলা করছে বলেও দাবি করেন তিনি।  পরমানু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতির উদ্যোগ নেয়ায় আমেরিকার প্রেসিডিন্ট ডোনাল ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান বলছে, জম্মু ও কাশ্মীর সংকটের স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান হতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এবং কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে বলেও দাবি করা হয়।

এদিকে, পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারী লাহোরে গণমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান শুধু যে ভারতের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা নয়, বরং সাইবার আক্রমণের মাধ্যমেও ভারতকে লক্ষ্যবস্তু করেছিল।  

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমনের বিষয়ে ভারতের লোকসভায় আলোচনা করতে সংসদের বিশেষ অধিবেশন আহবানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন সেদেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধি। 

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *