যুুদ্ধ বিরতিতে ভারত-পাকিস্তান: ট্রাম্পের অভিনন্দন

- ডেস্ক রিপোর্ট:
- 10 May, 2025
কাশ্মীরে পহেলগাঁতে জঙ্গী হামালাকে কেন্দ্রে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট সংঘাত পরিহার করে যুদ্ধবিরতিতে আসায় অভিনন্দন জানান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দেশ যুদ্ধবিরতিতে যাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর দাবি পাকিস্থান সব সময়ই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতার সঙ্গে কোনো আপস করেননি বলেও দাবি করেন তিনি। একই ভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও । তিনি জানান আগামী সোমবার আবারো দু’দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারী অপারেশন-ডিজিএমও নিজেদের মধ্যে কথা বলবেন। এর আগে শনিবার বিকেলে দু’দেশের উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নিজেদের মধ্যে কথা বলেন।
ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একাধিক প্রাণঘাতী হামলার পর যখন আরও বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ।
ভারত এবং পাকিস্তারে মধ্যে অস্ত্রবিরতির জন্য ৩৬টি দেশ সক্রিয় আলোচনায় জড়িত ছিল বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আমেরিকা ছাড়াও সৌদি আরব, তুরুষ্কসহ ৩৬টি দেশ অস্ত্র বিরতি সংক্রান্ত আলোচনায় যুক্ত ছিল।
সাপ্তাহব্যাপী পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে শনিবার ভোররাতে পাকিস্তান পাল্টা আক্রমন শুরু করে। পাকিস্তান অভিযানের নাম দেয় ”অপারেশন বুনিয়ান-আন-মারসুুস”। এর আগে ভারত অপারেশন সিন্দুর শুরু করে।
পাকিস্তান পাল্টা হামলায় তিন বিমানঘাঁটি লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলার কড়া জবাব দেয়। দেশটি বলেছে, ভারতে ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস তাদের ক্ষেপনাস্ত্র ‘ব্রহ্মস’ এর গুদামকে লক্ষ্যবস্তু করে। সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ যুদ্ধ বিমান, সামরিক যান, সাবমেরিন ও জাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যে পরমানু অস্ত্র ব্যবহারের বিষয়টি নাকচ করে দেন।
ভারতীয় গণমাধ্য পাকিস্তানের পাল্টা হামলার কথা স্বীকার করে ভারতীয় সেনাঘাঁটিগুলিকে নিশানা করে ছিল বলে জানায়। ওইসব হামলায় পাকিস্তান সুপার সনিক মিসাইল ছুড়েছে বলেও দাবি করে সেদেশের সেনা বাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়ার।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর ও পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যে অমৃতসরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানায় সেদেশের গণমাধ্যম। পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লে. জেনারেল আহমেদ শরীফ রাওয়ালপিন্ডিসহ তিনটি সেনা ঘাটিতে ভারতের হামলার কথা জানায়।
ভারত ও পাকিস্তানকে যুদ্ধের পরিসর না বাড়ানোর আহ্বান জানিয়েছিল চীনসহ বিশে^র ধনী সাতটি দেশ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ‘প্রজ্ঞা, বিচক্ষণতা এবং শান্তির পথ বেছে নেওয়ার রাষ্ট্রনায়ক সুলভ আচরণ করেছেন বলেও প্রশংসা করেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
