:
ব্রেকিং নিউজ

ভারত -পাকিস্তান উত্তেজনা: পারমানবিক হামলার হুশিয়ারী পাকিস্তানের

top-news

রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি হুঁশিয়ারি দিয়ে বলছেন, যদি ভারত পাকিস্তানে হামলা চালায় অথবা সিন্ধু নদের পানির সরবরাহে বাধা দেয়, তবে ইসলামাবাদ তার সামরিক শক্তির পুরোটা ব্যবহার করবে। এমনকি, পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও বেছে নেবে।
 রুশ সম্প্রচারমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এদিকে, কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মাঝে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

শনিবার ভারতের জাহাজ চলাচলবিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতের পতাকাবাহী জাহাজ পাকিস্তানে কোনো বন্দরে যাবে না।

এর পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। দেশটির সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায়, সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছে, তা হলো ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না। সেই সঙ্গে পাকিস্তানের পতাকাবাহী জাহাজ ভারতীয় কোনো বন্দরে যাবে না।
এদিকে, দু’দেশের উত্তেজনার মধ্যে সিন্ধু প্রবাহে ভারত চন্দ্রভাগা বা চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। চন্দ্রভাগার উপর দেওয়া হয়েছে বাগলিহার বাঁধ। এছাড়া সিন্ধুর আরেক শাখা নদী ঝিলামের উপর কিষাণগঙ্গা বাঁধেও একই পরিকল্পনা করেছে মোদি সরকার।

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বৃটেনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী পাকিস্তানীরা। সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ অনুসারী মুসলিমলীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে বিক্ষোভকারীরা ’ভারতীয় সা¤্রাজ্যবাদ নিপাত যাক’, কাশ্মীর পাকিস্তানের অংশ, পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দেয়।

দু’দেশের উত্তেজনা এবং সর্বশেষ পরিস্থিতির বিষয়ে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলকে ব্রিফ করছে সে দেশের সেনাবাহিনী ও তথ্যমন্ত্রী।এর আগে বিদেশী সাংবাদিকদের নিয়ে কাশ্মীর সীমান্তে শূন্য রেখা এলাকা পরিদর্শনে নিয়ে যায়।

এদিকে, ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পর এবার রাশিয়া ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ভারতের সাথে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পহেলগাঁও কান্ড নিয়ে কথা বললেন রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। জয়শঙ্করকে ফোন করে আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন লাভরভ। মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত শিমলা চুক্তি এবং লাহোর ঘোষণার কথা। এসময় রুশ পররাষ্ট্রমন্ত্রী ১৯৭২ সালের শিমলা চুক্তি এবং ১৯৯৯ সালের লাহোর ঘোষণার শর্ত অনুযায়ী দ্বিপাক্ষিক কূটনীতির ভিত্তিতে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে মতবিরোধের সমাধান চেয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানায়।

এসব উত্তেজনার মধ্যে রোববার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের বিমান বাহীনির  প্রধান এয়ার মার্শল অমরপ্রীতের সাথে বৈঠক করার কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই। এর আগে শনিবার ভারতের প্রধানমন্ত্রী সে দেশের নৌবাহিনীর প্রধানের সাথে বৈঠক করেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ড্রোন নিমেষে এবং নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম, কাঁধে বহনযোগ্য দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্র কিনছে ভারতীয় সেনাবাহিনী! ছয় কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা ড্রোন বা যুদ্ধবিমানকে ধ্বংস করতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র।
এদিকে, শনিবার রাতেও নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে পাকিস্তান সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহীনি। শনিবারই রাজস্থানে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এক পাক সেনাকে আটক করার কথা জানিয়েছে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। তবে অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তান। ওই হামলার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার ঊর্ধ্বমুখী পারদকে প্রশমিত করতে উদ্যোগী আমেরিকা। শুক্রবার সে দেশের বিদেশসচিব মার্কো রুবিয়ো ভারতের বিদেশমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জয়শঙ্করকে সন্ত্রাস দমনে সহযোগিতা করার এবং দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, ভারতীয় গণমাধ্যম ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর পাশাপাশি পহেলগাঁও হত্যাকা-ে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার প্রতিষ্ঠাতা- হাফিজ সইদ জড়িত থাকার অভিযোগ তুলেছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্য বলছে, জম্মু-কাশ্মীরে কাজ চালানো ছায়া সংগঠনগুলিকে সন্ত্রাসবাদী আদর্শে দীক্ষিত করাই কেবল নয়, সীমান্তে প্রযুক্তিগত সহযোগিতা করেন শীর্ষ এই নেতা।
ভারত-পাকিস্তানে উত্তেজনার মধ্যে বুধবার রাতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন আমেরিকান বিদেশসচিব মার্কো রুবিয়ো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে বলে জানিয়েছেন।

আমেরিকার পরারাষ্ট্র মন্ত্রলায়ের উদ্বৃত্তি দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আমেরিকার পরারাষ্ট্র সচিব মার্কো রুবিয়ো ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের আলাপকালে পহেলগামে নৃশংস হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন । একই সঙ্গে আশ্বাস দিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবে আমেরিকা’। ভারত-পাক উত্তেজনা প্রশমনের পরামর্শও দিয়েছেন রুবিয়ো। ‘দু’দেশের মধ্যে যে উত্তজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিরসনে ভারত পাকিস্তানে সঙ্গে আলোচনা করারও কথা বলেন তিনি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা ফিরে আনতে ভারতকে উদ্যোগী হওয়ার কথা বলেন আমেরিকার বিদেশ সচিব।  

এদিকে, আমেরিকার সতর্কতার মধ্যে  সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটে।  

এনডিটিভি জানিয়েছে  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকেরর সঙ্গে কাশ্মীরের বিষয়ে ফোনে কথা বলেছেন। দু দেশকে সীমান্তে উত্তেজনা কমাতে উৎসাহিত করেন তিনি।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চ পর্যায়ের বৈঠকে, সন্ত্রাসী হামলার প্রতি ভারতের প্রতিক্রিয়ার ধরণ, লক্ষ্য এবং সময় নির্ধারণের জন্য সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন।
পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানের সবধরনের বিমানের জন্য  ভারতের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে। ভারতের এই নির্দেশনাকে পাকিস্তানের পাল্টা পদক্ষেপ হিসাবে দেখছে কূটনৈতিক মহল।  এর আগে পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেয়।  ভারতের এই সিন্ধান্তের ফলে  দুই দেশের উত্তেজনার নতুন মাত্রা যোগ করলো বলেও মনে করছেন তারা।

পাকিস্তানি  সংবাদমাধ্যম জিও নিউজ সেনাবাহিনীর বরাত দিয়ে দাবি করেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার। সংবাদ মাধ্যমটি বলেছে, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে গুলিবর্ষণ করে পাল্টা জবাব পাক সেনাবাহিনী।

এসব উত্তেজনার মধ্যেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা জানিয়েছেন, ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে এমন তথ্য তাদের কাছে রয়েছে।  তিনি বলেন, পাকিস্তান নিজেই গত দুই দশক ধরে সন্ত্রাসবাদের শিকার এবং বিশ্বব্যাপী যে কোনো ধরনের সন্ত্রাসবাদকে তীব্রভাবে নিন্দা জানিয়ে আসছে।

পহেলগাম হামলার পর পাকিস্তান দায়িত্বশীল  রাষ্ট্র হিসেবে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের প্রস্তাব  দিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে ভারত সংঘাত ও অযৌক্তিকতার পথ বেছে নিয়েছে, এর পরিণতি গোটা অঞ্চলের জন্য তো বটেই, এমনকি সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে!

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *