:
ব্রেকিং নিউজ

সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমায় দুই যাত্রী দগ্ধ

top-news

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় সিএনজি অটোরিকশায় দুই যাত্রী দগ্ধ হয়েছে। ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ ও  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে অটোরিকশাটি লক্ষ্য করে দুর্বত্তরা  পেট্রোল বোম নিক্ষেপ করায় এই ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি আগুন ধরে যায়।  এতে অগ্নিদগ্ধরা হলেন লায়লা বেগম এবং তার বোন ঝর্ণা বেগম। তারা সম্পর্কে বোন। তারা রাউজানের ৫ ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা।  সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী দগ্ধ হয়েছেন। 
পুলিশ জানিয়েছে, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তবে, কেন দুর্বৃত্তরা এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়ে ছিল তা খতিয়ে দেখছে বলে পুলিশ জানিয়েছে।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *