:
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে দিনভর নানা আয়োজনে পালন হয়েছে বাঙলা নববর্ষ

top-news

চট্টগ্রামে দিনভর নানা আয়োজনে পালন হয়েছে বাঙলা নববর্ষ। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে চট্টগ্রামে বাংলা নববর্ষ বরণের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের  চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরণ র‌্যালি বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। ঢোলক বাদ্য, বিভিন্ন প্রাণীর মুখোশ এবং ঘোড়া ও মাছের প্রতিকৃতি শোভা পায় । 
এদিকে, নগরীর সিআরবি শিরীষতলায় সকালে ভায়োলিনিস্ট চিটাগংয়ের সমবেত বেহালাবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বর্ষবরণের কর্মসুচি। পর বিভিন্ন সংগঠন দিনভর আয়োজন কওে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। সিআরবিতে বর্ষবরণ অনুষ্ঠানে মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের তল্লশিসহ পুলিশের কড়ানজরদারি দেখা গেছে। এছাড়া নগরের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের।
তবে, এদিকে নগরীর ডিসি হিলে বর্ষবরণ মঞ্চে ভাঙচুরের পর  সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠান বাতিল করায় সেখানে কোন অনুষ্ঠান হয়নি।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *