জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ: রানার আপ রাশেদ

- ডেস্ক রিপোর্ট:
- 25 Apr, 2025
জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিলার বাঘা শরীফ: রানার আপ রাশেদ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৬ তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার 'বাঘা’ শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলী খেলায় তাকে চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়। এতে রানার আপ হয়েছেন কুমিল্লার আরেক বলী রাশেদ।
এর আগে বিকেল ৪টায় ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১৪৭ জন বলী অংশ নিতে নিবন্ধন করলে শেষ পর্যন্ত অংশ নেন ৮০জন বলী।
বলী খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এর আগে দুপুর থেকে নগরের বলী খেলা দেখতে লালদীঘি ময়দানসহ আশ পাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। বলী দেখতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার দর্শনার্থী। ঢোলের তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ।
বিট্রিশ বিরোধী আন্দোলনে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে বদরপতির ধনাঢ্য ব্যবসায়ী আব্দল জব্বার ১৯০৯ সালে এই বলী খেলার প্রচলন করেন। সেই থেকে প্রতিবছর ১২ বৈশাখ এই বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, আবদুল জব্বারের বলীখেলা ঘিরে নগরীর লালদীঘি মাঠের আশে পাশে কয়েক কিলোমিটার জুড়ে চলছে তিনদিনের বৈশাখী মেলা। দেশের সর্ববৃহৎ এই লোকজ মেলাকে ঘিরে চট্টগ্রামবাসীর উৎসাহের কমতি নেই। বিশেষ করে মেলায় আসা গৃহস্থালী সামগ্রীসহ বিভিন্ন পন্য কিনতে ভীড় জমান ক্রেতারা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
