:
ব্রেকিং নিউজ

গাজায় ব্যাপক হামলা ।। রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু ।।

top-news

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য সফর করছেন সেই মহুর্তে গজায় নিরীহ ফিলিস্তীনিদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসলাইল। রাতভর বোমা বর্ষনে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

বুধবার রাতে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আকাশপথে একের পর এক হামলা চালায় ইসলাইল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের পর্যন্ত  অন্তত : ১০ বার হামলা চালায়।  নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি, রয়টার্স। নিহতদের মধ্যে ২২জন শিশু এবং ১৫জন মহিলা রয়েছে।

বার্তা সংস্থা বিবিসি এবং সিএনএন ইসরায়েলি সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, খান ইউনিসে ইউরোপিয়ান হাসপাতালের নিচে থাকা একটি "হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে" হামলা চালিয়েছে, যেখানে "হামাস সন্ত্রাসীরা" অবস্থান করছিল বলে তাদের দাবি। হামলায়  হাসপাতালের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। হাসপাতালটি হামাস নিয়ন্ত্রিণ স্বাস্থ্য কেন্দ্র ছিল বলে ইসরাইলের দাবি।

এদিকে, ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হলেও এখন চলছে কথার লড়াই। দু’দেশেই তাদের গণমাধ্যমে নিজেদের বিজয়ী ঘোষণা নিয়ে সরগরম। এরফলে ভারত-পাকিস্তান উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় জাতীয়তাবাদী চেতনার উম্মেষ ঘটছে বলে মনে করছেন সমরবিদরা।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে ’পাকিস্তানের ঐতিহাসিক বিজয়' বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। অপরদিকে একই দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীও।

এদিকে দু’ দেশের বিরোধ নিরসন এবং পানি বন্টন সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় আলোচনার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বুধবার শিয়ালকোটে একটি সেনা ক্যাম্প পরিদর্শন কালে এই আহবান জানান।

এদিকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বৃহস্পতিবার সফরে গিয়ে পাকিস্তানের কাছে থাকা পরমানু অস্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ তিনি বলেছেন। তিনি পাকিস্তানকে দায়িত্ব জ্ঞানহীন এবং দুর্বৃত্তপরায়ন দেশ হিসাবে আখ্যায়িত করে তাদের কাছে থাকা পরমানু অস্ত্র কতটুকু বিশ^বাসীর জন্য নিরাপদ সে বিষয়ে প্রশ্ন তুলেন।

পাল্টাপাল্টি বাক যুদ্ধের মধ্যে ভারতের মনিপুর রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ১০জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে সেদেশের গণমাধ্যম জানিয়েছে, নিহতরা সবাই জঙ্গী। তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করার কথাও জানায় তারা।

এদিকে প্রায় তিন বছর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে তুরষ্কের ইস্তাবুলে। তবে আলোচনায় যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তবে, রাশিয়ার একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছে। আলোচনায় অংশ নিতে তুরষ্কে পৌঁছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। ##

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *