:
ব্রেকিং নিউজ

ইউটিউবে আড়াই কোটি ভিউ পার করেছে ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি

top-news

প্রকাশের ২০ দিনে ইউটিউবে আড়াই কোটি ভিউ পার করেছে ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি। শুধু তা-ই নয়, দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি টানা ১৫ দিন ধরে রয়েছে ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে। টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত-অনুসারীরা। পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পরও গানপ্রেমীরা মেতে ওঠেন ‘চাঁদ মামা’ গানের সঙ্গে।
‘চাঁদ মামা’ গানটি ৩ মিনিট ৩ সেকেন্ড ব্যাপ্তির। প্রীতম হাসান গানটি গেয়েছেন। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা-সুরও প্রীতমের। ‘চাঁদ মামা’ গানটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব থেকে ১ কোটি ৫৯ লাখের বেশি এবং প্রীতম হাসানের ইউটিউব থেকে ১ কোটি ১ লাখের বেশি ভিউ হয়েছে। দুই ইউটিউব চ্যানেলে গান নিয়ে মন্তব্য করা হয়েছে ২৪ হাজারের বেশি।
গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় প্রীতমের কণ্ঠে ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই গানের তালে নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এটি হয়তো ‘লাগে উরাধুরা’র মতোই জনপ্রিয়তা পাবে। মুক্তির পর থেকেই গানটি নিয়ে দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছেন।
গানটি প্রসঙ্গে প্রীতম হাসান প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘এই গান কিন্তু ২০১৭-১৮ সালে বানিয়েছিলাম। “বরবাদ”-এর নির্মাতার (মেহেদী হাসান) সঙ্গে গান বানানো নিয়ে যখন কথা হচ্ছিল, তখন গানটি শোনাই। প্রথম শুনেই তিনি গানটি পছন্দ করেন। সিনেমায় শাকিব ভাইয়ের চরিত্রের সঙ্গে মিল রেখেই পুরোনো এ গানের কথা মাথায় আসে। শাকিব ভাইয়ের ভক্তদের সঙ্গে আমার শ্রোতারাও গানটি বেশ পছন্দ করেছেন। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির প্রশংসা পাচ্ছি।’
সহজ কথা আর আকর্ষণীয় সুরের কারণে গানটি পছন্দ করেছেন, মন্তব্যের ঘরে এমন কথা লিখেছেন অনেক দর্শক। সঙ্গে প্রীতম ও দোলার গায়কির কথাও বলেছেন কেউ কেউ। তবে শাকিব খান আর নুসরাতের পারফরম্যান্সের প্রশংসাও এসেছে প্রচুর। গানটিতে শাকিবের লুক আর নাচ দুর্দান্ত, মন্তব্য করেছেন এক ভক্ত। আরেক ভক্ত আবার নুসরাত জাহানের আবেদনময়ী নাচের প্রশংসা করেছেন।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *