:
ব্রেকিং নিউজ

মুক্তি পেয়েছে ভারতের ইয়াস রাজ ফিল্মিসের ওয়ার সিনেমার সিকুয়াল ওয়ার-টুর টিজার

top-news


দীর্ঘ অপেক্ষার পর গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছে ভারতের ইয়াস রাজ ফিল্মিসের ওয়ার সিনেমার সিকুয়াল ওয়ার-টুর টিজার। এতে বলিউড তারকা হৃতিক রোশন তো থাকছেনই, সঙ্গে দেখা যাবে জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানিকে। ১ মিনিট ৩৪ সেকেন্ডের টিজারটি এরই মধ্যে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন হৃতিক। এর মধ্য দিয়ে ওয়ার ফ্র্যাঞ্চাইজিতে অভিষেক হলো জুনিয়র এনটিআরের।

ইয়াস রাজ ফিল্মসের গোয়েন্দাধর্মী ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ছিল ওয়ার। ২০১৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ‘কবির’ চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। সে চরিত্রের মেজাজেই এবার জুনিয়র এনটিআরকে ফ্র্যাঞ্চাইজিতে স্বাগত জানালেন। তাকে উদ্দেশ্য করে এক্সের ওই পোস্টে হৃতিক লিখেছেন, এবং এটা শুরু হয়ে গেছে। প্রস্তুত হও, এখানে ক্ষমার কোনো স্থান নেই। নরকে তোমাকে স্বাগত। ভালোবাসা, কবির।

প্রায় ছয় বছর আগে মুক্তি পাওয়া ওয়ার সিনেমাটি ছিল ওই বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। দর্শকপ্রিয়তার জায়গা থেকেও অন্যগুলোর থেকে ছিল বেশ এগিয়ে। ওয়ার-টু নিয়েও একই আশা নির্মাতা ও কলাকুশলীদের। তাদের দাবি, হৃতিকের বিপরীতে জুনিয়র এনটিআরের যুক্ত হওয়া এ ফ্র্যাঞ্চাইজিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

সদ্য মুক্তি পাওয়া ওয়ার-টুর টিজারে কবির চরিত্রের হৃতিকের আরো কঠোর, শক্তিশালী ও ভয়ংকর রূপে ফিরে আসার ঝলক দেখা গেছে। টিজারে তাকে দেখা গেছে তলোয়ার দিয়ে লড়াইয়ে, নেকড়ের সঙ্গে মুখোমুখি হতে, কার চেজে ইত্যাদি দৃশ্যে। এসব দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল দর্শকের মনে গভীর ছাপ ফেলে যেতে বাধ্য।

‘ওয়ার ২’ প্রথম ঘোষিত হয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’ সিনেমার এন্ড-ক্রেডিট দৃশ্যের মাধ্যমে। সে দৃশ্যেই ইঙ্গিত দেয়া হয়েছিল কবির আরো নির্মম ও ভয়ংকর রূপে ফিরে আসবে। টিজারে দেখা কিছু ঝলক থেকেই বোঝা যায় হৃতিক এবার নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

আদিত্য চোপড়ার ইয়াস রাজ ফিল্মস প্রযোজিত ‘ওয়ার ২’ পরিচালনা করছেন অয়ন মুখার্জি। এটাই হৃতিকের সঙ্গে তার প্রথম কাজ। আগামী ১৪ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ছবি ও সূত্র: বলিউড হাঙ্গামা

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *