:
ব্রেকিং নিউজ

আম্বানির ছেলে বিয়েতে ৪৮ ঘন্টা কাটালেন কমি র্কাদাশয়িান ও তাঁর বোন ক্লোয়ি র্কাদাশয়িান

top-news

মোটেও চিনতেন না অম্বানীদের। অথচ, তাদের ছেলের বিয়েতে এসেই ৪৮ ঘণ্টা ভারতে কাটিয়ে গেলেন কিম কার্দাশিয়ান ও তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান! গত বছর জুলাই মাসে অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতে দেখা যায় কার্দাশিয়ান বোনেদের। নিমন্ত্রণ খেতে এসে ভারতীয় সাজ পোশাকে ধরা দিয়েছিলেন তাঁরা। হাতে শঙ্খবলয়, কপালে কুমকুম টিপ পরে ঘুরে বেড়িয়েছিলেন মুম্বইয়ের রাস্তায় অটো চড়ে। কিমকে চোখের সামনে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন স্বয়ং সলমন খান, এমন ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। এ বার কিম জানালেন, তাঁরা আদৌ চিনতেনই না মুকেশ অম্বানীকে।

তা হলে কেন নিমন্ত্রণ করা হল তাঁদের? সম্প্রতি কার্দাশিয়ান পরিবারের নিজস্ব সিরিজ় ‘দ্য কার্দাশিয়ানস’-এর একটি পর্বে ভারত ভ্রমণের অভিজ্ঞতা জানিয়েছেন কিম ও ক্লোয়ি। সেখানেই ক্লোয়ি খোলসা করেছেন বিষয়টি। তাঁর দাবি, নিমন্ত্রণপত্রটি দেখেই তাঁরা চমকে গিয়েছিলেন, অমন একটি নিমন্ত্রণপত্র হাতে পেয়ে আর ফেরাতে পারেননি।

কিম বলেন, “আমরা অম্বানীদের একেবারেই চিনতাম না। তবে আমাদের কিছু বন্ধু রয়েছে। লোরেন স্ক্রুওয়ার্টজ়, গহনা প্রস্তুতকারক, আমাদের দুই পরিবারেরই বন্ধু। অম্বানী পরিবারের জন্য গহনা বানান লোরেন।” এই লোরেনই নাকি প্রথম বার কিমকে অম্বানীদের বিয়ের বিষয়ে বলেন। কিমের কথায়, “লোরেনই বলেন, অম্বানীরা আমাদের নিমন্ত্রণ করতে চান। আমিও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভারতে যাব।”

ক্লোয়ি জানান তাঁরা অবাক হয়ে গিয়েছিলেন নিমন্ত্রণপত্র পেয়ে। তিনি বলেন, “অদ্ভুত ছিল। প্রায় ৪০-৫০ পাউন্ড (১৮-২২ কিলোগ্রাম) ওজন হবে! ভিতর থেকে কোনও গানের সুর ভেসে আসছিল। এমন একটা নিমন্ত্রণপত্র হাতে পেয়ে আমাদের মনে হল, ‘না’ করা যায় না।”

গত বছর ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী ও নীতা অম্বানীর ছোট ছেলে অনন্তর বিয়েতে দেশ সাক্ষী ছিল এক এলাহি আয়োজনের। ১২ জুলাই গুজরাতের জামনগরে বসেছিল বিবাহবাসর। কিন্তু তার আগে মার্চ মাস থেকে শুরু হয় নানা অনুষ্ঠান। দেশে বিদেশে একাধিক অনুষ্ঠানের আয়োজন করে অম্বানীরা। অতিথি হিসাবে বলিউডের তাবড় তারকা তো বটেই উপস্থিত ছিলেন, রিহানা, জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক তারকাও।



https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *