:
ব্রেকিং নিউজ

আসছে ‘ফর্জি ২’!

top-news

০২৩-এ ওয়েব সিরিজের জগতে পা রেখেই বাজিমাৎ করেছিলেন শাহিদ কাপুর। রাজ ও ডিকে পরিচালিত ‘ফর্জি’-তে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স আর গল্পে একের পর এক মোচড়ে মুগ্ধ হয়েছিল দর্শক। কাহিনির শেষে যেভাবে এক দমবন্ধ ক্লিফহ্যাংগারে থেমে গিয়েছিল সিরিজ, তাতে ভক্তদের একটাই প্রশ্ন ছিল—‘ফর্জি ২ কবে আসবে?’
এবার সেই প্রশ্নের উত্তর মিলল এক্সক্লুসিভলি পিংকভিলা-র সূত্রে। জানা যাচ্ছে, বহু প্রতীক্ষিত ‘ফর্জি ২’ শুটিং ফ্লোরে যাচ্ছে ২০২৫-র ডিসেম্বরে!
ঘনিষ্ঠ সূত্রের খবর, বর্তমানে রাজ ও ডিকে ব্যস্ত আছেন তাঁদের আরেক প্রজেক্ট ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এর কাজে। সেই কাজ মিটলেই তাঁরা পুরোপুরি মন দেবেন ‘ফর্জি ২’-এর প্রি-প্রোডাকশনে।
শাহিদের সঙ্গে সিক্যুয়েলের কাহিনি ও চরিত্রের গতিপথ নিয়ে একাধিক মিটিং করেছেন রাজ-ডিকে। এই দ্বিতীয় সিজনে শাহিদের মুখোমুখি হবেন বিজয় সেতুপতি আর কেকে মেনন—যা নিঃসন্দেহে আরও টানটান উত্তেজনা তৈরি করবে, জানিয়েছে সূত্র।
এদিকে ‘ফর্জি ২’-এর আগে শাহিদ কাপুর শেষ করবেন দীনেশ ভিজান প্রযোজিত ‘ককটেল ২’-এর শুটিং। পাশাপাশি বেশ কিছু চিত্রনাট্য পড়ছেন তিনি, যেগুলির মধ্যে একটি রোম্যান্টিক কমেডির পরবর্তী ছবি হিসেবে বেছে নিতে পারেন।
যা শোনা যাচ্ছে, ‘ফর্জি ২’ মুক্তি পাবে ২০২৬-এর দ্বিতীয়ার্ধে। অর্থাৎ অপেক্ষা কিছুটা লম্বা হলেও, যেটা আসছে, সেটা চুড়ান্ত বিস্ফোরক হবে, এইটুকু নিশ্চিত!

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *