ঐশ্বর্যা অভিষেকের দ্বিতীয় সন্তান!

- ডেস্ক রিপোর্ট:
- 20 Apr, 2025
ঐশ্বর্যা রাই ও অভিষেক বচ্চনের সম্পর্কের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে বলিপাড়ায়। তাঁদের বিবাহবিচ্ছেদের খবরে মুখরিত ছিল দেশ। একই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে উঠেছিল পরকীয়ার অভিযোগ। কিন্তু আরাধ্যার নতুন খেলার সঙ্গীর কথা শুনেই লাজুক হাসি হাসেন জুনিয়র বচ্চন। প্রশ্নটা করেছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ তাঁর অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়’-এ। এমন প্রশ্ন শুনে কী বললেন অভিষেক?
সদ্য ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের কন্যা আরাধ্যা বচ্চন। মেয়ে এখন পুরোপুরি কিশোরী। এ বার কি তা হলে আরাধ্যার খেলার সঙ্গী আসতে চলেছে?
এরই পাশাপাশি উঠছে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা প্রশ্ন। অম্বানীদের বাড়ির বিয়ে থেকে যেন আরও স্পষ্ট হয় অভিষেক-ঐশ্বর্যার ভাঙন। আলাদা আলাদা আসেন দু’জনে। তার পর দুবাইয়ে এক অনুষ্ঠানে ‘বচ্চন’ পদবি ত্যাগ করে ঐশ্বর্যা রাই নামে নিজেকে পরিচত করেন বিশ্বের কাছে। যদিও এখন নাকি পরিস্থিতি বদলেছে। শোনা যাচ্ছে, মেয়ের জন্যই নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে একসঙ্গে রয়েছেন তাঁরা। কিন্তু রিতেশ বছর খানেক আগেই তাঁর অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলেন আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বর্যা, আরাধ্যা, অভিষেকের নাম ইংরাজী ‘এ’ দিয়ে শুরু শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। তাতেই অভিষেক বলেন, ‘‘এটাই যেন প্রথা হয়ে গিয়েছে।’’ অভিষেককে রিতেশ প্রশ্ন করেন ‘‘জয়া আন্টি কোনও দোষ করেছিলেন।’’ অভিনেতা বলেন, ‘‘পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো বদল হবে।’’ রিতেশ পাল্টা জানতে চান তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে? অভিষেক অবশ্য প্রশ্ন শুনেই লাজুক হাসেন বলেন, ‘‘বয়সটা তো দেখতে হবে নাকি! রিতেশ তোমার থেকে বয়স বড় সম্মান দাও সেটার।’’(সৌজন্যে: আনন্দবাজার ডট কম)
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
