বন্দরের পর এবার হালিশহরে স্কুল, মসজিদ,কবরস্থানের জায়াগা হাতিয়ে নেয়ার অভিযোগ সাইফপাওয়ার টেকের বিরুদ্ধে

- ডেস্ক রিপোর্ট:
- 24 Mar, 2025
বন্দরের পর চট্টগ্রামের হালিশহর এলাকায় হাসপাতাল, রেলওয়ে উচ্চ বিদ্যালয়, মসজিদ এবং কবরস্থানের জমি গোপনে লীজ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে বন্দর খেকো হিসাবে পরিচিত সাইফপাওয়ার টেকের বিরুদ্ধে। প্রতিবাদে রেল কর্মচারী-কর্মকর্তা তাদের পরিবারসহ স্থানীয়রা মানববন্ধন ও সমাবেশ করেছে। সকালে নগরী হালিশর এলাকায় এই কর্মসুচি পালন করা হয়।
এসময় অভিযোগ করা হয়, রেলওয়ের প্রধান রাজস্ব আয়ের উৎস চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড বা সিজিপিওয়াই। এখান থেকে চট্টগ্রাম বন্দরের কন্টেইনারবাহী ট্রেন ও বিপিসির জ্বালানি তেলবাহী ট্রেন ও ট্যাংকার ওয়াগনের পরিচালিত হয়। এখানে বসবাস কয়েক হাজার কর্মকর্তা কর্মচারীর। গুরুত্বুর্ণ এই স্থাপনার পাশে স্কল, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, কবরস্থান গড়ে উঠে। বিগত হাসিনা সরকারের আমলে বন্দর খেকো হিসাবে পরিচিত সাইপপাওয়ার টেক লিমিটেড তাদের অধীনস্থ প্রতিষ্ঠান সাইফ লজিস্টিকস এলায়েন্স এবং কনটেইনার কোম্পানি বাংলাদেশ লিমিটে ২৯ একর জায়গা বেআইনিভাবে হস্তান্তর করা হয়।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় আওয়ামীলীগের নাম ভাংগিয়ে সুবিধাভোগী এবং ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর বিতর্কিত কোম্পানী সাইফ পাওয়ার টেককে মসজিদ এবং করবস্থানের জমিসহ রেলওয়ের জমি লীজ দেওয়া হয়েছে।
এনবিআরের নিয়ম ভেঙ্গে সিজিপিওয়াই এলাকায় একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেক নামের বেসরকারি কোম্পানিকে ২১ দশমিক ২৯ একর জমি লিজ দিয়েছে। সাইফ লজিস্টিকস এলায়েন্স এবং কনটেইনার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে রেল কর্মচারীদের বিরোধীতা স্বত্বেও এই চুক্তি সই হয়েছে।
স্থানীয়রা বাসিন্দরা জানান, লিজের জমিটিতে কর্মকর্তা-কর্মচারীদের পুরাতন কবরস্থান, মসজিদ এবং মাজার আছে বলে সংবাদ প্রকাশ হলে এবং কর্মচারীদের বিক্ষোভের মুখে কবরস্থানে কিছু হবে না বলে সিদ্ধান্ত থেকে ২০২২ সালে সরে আসে রেল কর্তৃপক্ষ। একইসঙ্গে সেটি রক্ষণাবেক্ষণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫ই আগস্ট পরে আবারো সেই ফ্যাসিবাদের সুবিধাভোগী কোম্পানি রেলওয়ের কতিপয় অসাধু কর্মকর্তার মাধ্যমে এখানে কাজ শুরু করেছে যার দরুন অত্র এলাকার মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভবিরাজ করছে।
সীজের দলিল অনুযায়ী মধ্যম হালিশর মৌজার জে এল নং-০১, খতিয়ান নং-০৪ থানাঃ বন্দর জেলা চট্টগ্রামের ২১ দশমিক ২৯ একর জমির মধ্যে কবরস্থানটি প্রায় দশমিক ৬২৫০ একর এবং মসজিদটি প্রায় দশমিক ৩৪২৫ একর জায়গাজুড়ে অবস্থিত। বিএস দাগ নং ১৫০৫৯ কবরস্থান (বর্তমান শ্রেনী) এবং দাগ নং ১৫০৬০ কবরস্থান (রেকর্ডীয় শ্রেণী) এবং ১৫০৫৪ দাগে মসজিদ হিসাবে লিপিবদ্ধ রয়েছে চুক্তিতে।
স্থানীয়রা অভিযোগ করেন, ২০২১ সালে এনবিআর প্রণীত আইসিডি নীতিমালা এবং ২০১৬ সালে নৌপরিবহন মন্ত্রণালয় প্রণীত আইসিডি নীতিমালা বিরোধী হওয়ায় সাইফ লজিস্টিকস এলায়েন্স এর লাইসেন্স বাতিল করে ২০২৩ সালে চিঠি দিয়েছে এনবিআর। নীতিমালা অনুযায়ী শহরের অভ্যন্তরে যানজট নিরসনে বন্দর থেকে কমপক্ষে ২০ কিলোমিটার দূরে আইসিডি স্থাপন করার কথা উল্লেখ রয়েছে। তবে সাইফ লজিস্টিকসকে অনুমোদন দেওয়া রেলের জায়গায় অফডকটির অবস্থান বন্দর থেকে এক কিলোমিটারেরও কম। এ কারণে তাদের অনুমোদন বাতিল করা হয়। এছাড়া ৫০ ফুটের মধ্যে বন্দরের কর্মকর্তাদের আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনা এবং রেলওয়ে কর্মচারীদের বাসস্থান রয়েছে।
বাংলাদেশ সরকারের 'স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭' আইনের স্থাবর সম্পত্তি অধিগ্রহণের জন্য প্রাথমিক নোটিশ জারির ১৩ ধারায় বলা আছে "সাধারণভাবে ধর্মীয় উপাসনালয়, কবরস্থান এবং শ্মশান হিসাবে ব্যবহৃত কোনো ভূমি অধিগ্রহণ করা যাইবে না"।
পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী, কোনো অবস্থাতেই কোনো স্থানের পুকুর, দিঘী ভরাট করা যাবে না। সিজিপিওয়াই গুডস্ ইয়ার্ড দিয়ে বিভিন্ন দাহ্য পদার্থ যেমন ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন এর মত গুরুত্বপূর্ণ মালামাল যাতায়াত করে। এখানে যদি দুর্ঘটনাবশত কোনো অগ্নিকাণ্ড ঘটে তাহলে পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। মসজিদের যে পুকুরটি রয়েছে সেটিও এই অবৈধ লীজের আওতায় আনা হয়েছে এমনটাই জানান স্থানীয়রা।
সমাবেশে শেখ হাসিনা সরকারের অন্যতম দোসর সাইফপাওয়ার টেক লিমিটেডকে হস্তান্তর করা জমি উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানান স্থানীয়রা।##
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
