দিনভর এনসিপি’ ও বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ: থানা ঘেরাও

- ডেস্ক রিপোর্ট:
- 02 Jul, 2025
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে পটিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা বেলা সাড়ে ১২টার দিকে পটিয়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ।
অবরোধের কারণে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে এইচ এসসি পরীক্ষার্থীসহ যাত্রীদের অর্বননীয় দুর্ভোগ পোহাতে হয়। পরে বিকেলে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যানচালাচল আবার শুরু হয়।
এদিকে, এঘটনার পর বিকেলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অবস্থান নিয়ে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মিরা। চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারসহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠন দুটির নেতা–কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
বিকেলে তারা নগরীর খুলশী এলাকায় ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থিত জাকির হোসেন সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা–কর্মীরা। এতে নগরী জুড়ে তীব্র যানজট তৈরি হয়।
আন্দোলনকারীরা জানান, পটিয়ায় পুলিশি লাঠিচার্জে তারা ক্ষুব্ধ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর) এর অপসারণ দাবি করেন।
এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়, সাধারণ মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
বিক্ষোভে যোগ দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেয়। সমাবেশে খান তালাত মাহমুদ রাফি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে পালাতে সক্ষম হলেও তার অনেক সহযোগী স্বৈরাচার এখনও রয়ে গেছে। পটিয়া থানার ওসি স্বৈরাচারের দোসর। তার নেতৃত্বে আমাদের ছাত্র ভাইদের হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এই ওসিকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন।
এর আগে মঙ্গলবার রাতে জুলাই দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপংকর দে’কে দেখতে পেয়ে তাকে আটক করে পটিয়া থানায় সোপর্দ করে। তবে ওই নেতার নামে কোনো মামলা না থাকায় তাকে আটক করতে চায়নি পুলিশ। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী ও এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। পরে ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, আন্দোলনকারীরা কিছু দাবির কথা জানিয়েছে। তাদের দাবির বিষয়ে আলোচনা চলছে, দ্রুত সমস্যা সমাধান হবে বলেও জানান তিনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
