:
ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বন্দরে আসছে বিদেশী বিনিয়োগ: বন্দরের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নের তাগিদ বিডার চেয়ারম্যানের

top-news

শুধু চট্টগ্রাম বন্দর ঘিরেই আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে তিন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।  তিনি বলেছেন, বাংলাদেশকে ’ম্যানুফেকচারিং হাব’ করার লক্ষ্য নিয়ে সরকার এগুচ্ছে।  এজন্য চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। বন্দর উন্নয়নে বিদেশী বিনিয়োগ আসছে বলেও জানান তিনি।  

সকালে চট্টগ্রাম বন্দরের লালদীয়া চর, বে টার্মিনাল এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পরে তিনি রেডিসন ব্লুতে শিল্পপতি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রেস ব্রিফিং করেন।

এসময় তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পোর্ট সিটি হিসাবে চট্টগ্রামের উন্নয়নের কথাও বলেন। তিনি বলেন, ঐতিহাসিক ভাবে চট্টগ্রাম একটি বাণিজ্য নগরী। দেশের অধিকাংশ-শিল্প কল-কারখনা চট্টগ্রামে। বন্দর উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম উন্নয়নের তাগিদ দেন বিডা চেয়ারম্যান।

দেশের আমদানী-রফতানী বাণিজ্যের ৮০ শতাংশই পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। ভৌগলিক অবস্থানগত কারণ চট্টগ্রাম বন্দরকে ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভবনা। 

বর্তমান  সরকারের প্রধান লক্ষ্য চট্টগ্রাম বন্দরকে একটি ম্যানিফেচারিং হাব হিসাবে গড়ে তোলা। সে লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান বিডার চেয়ারম্যান। বলেন লালদীয়া চরে নতুন টার্মিনাল নির্মাণে প্রায় ৮০০মিলিয়ন  বিনিয়োগের আশ^াস পাওয়া গেছে।  

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মুনিরুজ্জামান জানান, চট্টগ্রাম বন্দরে ৪টি নতুন অপারেশনাল টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে, এরমধ্যে তিনিটি টার্মিনাল অনুমোদন দিয়েছে সরকার। এসব টার্মিনালের মধ্যে দু’টি পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ড অপারেট করবে। আরেকটি উন্মুক্ত প্রদ্ধতিতে টেন্ডার দেয়া হবে ।

এদিকে কাট্টলীর সাগর উপকূলে বন্দর বেটার্মিনাল নামে নতুন বন্দর গড়ে তোলা প্রসঙ্গে বিডার চেয়ারম্যান বলেন, পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি নামে দুইটি বিদেশী প্রতিষ্ঠান  এক বিলিয়ন ডলার করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশ^ ব্যাংকের অর্থায়নে এর মধ্যে কাজ শুরু হয়েছে। এটি ্একটি ফ্ল্যাগশিপ প্রকল্প বলে তিনি অবহিত করেন। ২০৩০ সালের মধ্যে অপারেশনাল কার্যক্রম শুরুর কথা রয়েছে বেটার্মিনালে।

এসময় অনান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমসহ বিনিয়োগ বোর্ডসহ চট্টগ্রাম বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা বন্দরের অভ্যন্তরে বিভিন্ন অপারেশনাল কার্যক্রমও পরিদর্শন করেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *