:
ব্রেকিং নিউজ

বিএনপি নেতা ইদ্রিস মিয়ার অসুস্থতার খবর নিলেন মীর হেলাল

top-news

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া অসুস্থ’ হওয়ায় তাঁর শারীরিক অবস্থার খবর নিতে শনিবার দুপুরে ইদ্রিস মিয়ার পটিয়া বাড়িতে দেখতে যান বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।


এসয় ইদ্রিস মিয়া শারীরিক সু¯’তা কামনা করে মীর হেলাল বলেন, যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশের মানুষ জীবন দিয়ে বিপ্লব ঘটিয়েছে তা আজ গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সবসময় গণতন্ত্র পুনর“দ্ধারের আন্দোলনে অটল ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়োজনে আবার রক্ত দেয়ার জন্য দেশের মানুষ প্রস্তুত রয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে দেশবাসী ঐক্যবদ্ধ। যারা নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদী কায়দায় বক্তব্য দি”েছ তাদেরকে জনগণ চিহ্নিত করে রাখছে। জনগণ সঠিক সময়ে রাজপথে জবাব দিবে।

 এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম মহানগর স্বে”ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম উত্তর জেলা  স্বে”ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সাবেক চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, জামাল হোসেন, সাইফুউদ্দীন সালাম মিঠু সহ প্রমুখ।






https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *