এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে চিটাগং ড্রাইডগ লিমিটেড

- ডেস্ক রিপোর্ট:
- 07 Jul, 2025
৬ জুলাই মধ্যরাত থেকে বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল- এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাইডগ লিমিটেড। চিটাগং ড্রাইডগ লিমিটেড মুলত একটি জাহাজ নির্মাণ ও মেরমতকারী একটি প্রতিষ্ঠান।
একসময় প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার অধীনে থাকলেও ২০১৫ সালে প্রতিষ্ঠানটিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার মধ্যদিয়ে নতুন যুগে প্রবেশ করেছে। সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে -ডিপিএম পদ্ধতিতে আগামী ৬ মাস এনসিটি পরিচালনা করবে।
এনসিটিতে দুবাই ভিত্তিক বিদেশী অপারেটর নিয়োগের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে আসছে বন্দর শ্রমিক কর্মচারী, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ, বিএনপিসহ বামপন্থী বিভিন্ন সংগঠন। ঢাকা- থেকে চট্টগ্রাম লংমার্চ করেছে বামপন্থী সংগঠন গুলি। প্রথম দিকে জামায়তে ইসলামী প্রতিবাদ করলেও দীর্ঘদিন ধরে দলটি বিদেশী অপারেটর নিয়োগ ইস্যুতে নিশ্চুপ রয়েছে।
দেশের সর্ববৃহৎ এই টার্মিনালটি বন্দরের নিজস্ব অর্থায়নে ২০০৭ সালে নির্মাণ করা হয়। টার্মিনালটিতে একসাথে ৪টি জাহাজ ভিড়তে পারে। এটি পরিচালনা করে আসছিল সাইফপাওয়ার টেক লিমিটেড। চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডেলিং এর ৪৪শতাংশ হ্যান্ডিলং হয় এনসিটিতে।
এনসিটিতে বছরে ১০ লাখ কনটেইনার হ্যান্ডেলিং এর লক্ষ্যমাত্র থাকলেও গত বছর হ্যান্ডেলিং হয়েছে ১২ লাখ ৮১ টিইইউস কন্টেইনার। টার্মিনাল পরিচালনায় আছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এ পর্যন্ত টার্মিনালটিতে আট হাজার ২২১টি জাহাজ থেকে এক কোটি ১৪ লাখ ৪৩ হাজার ৭৩৯টি কনটেইনার হ্যান্ডেলিং করা হয়েছে।
এনসিটিতে নতুন অপারেটর হিসাবে ড্রাই ডক পরিচালনার ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলে বলছেন বন্দর কর্মকর্তারা।
দেশীয় প্রতিষ্ঠান হিসাবে এনসিটি পরিচালনার দায়িত্ব নৌবাহীনির তত্বাবধানে চিটিাগং ড্রাই ডক কে দেয়ায় বন্দর নিয়ে উদ্বেগ-উৎকন্ঠার আপাতত: কিছুটা অবসান হলেও বিদেশী অপারেটর নিয়ে শংকা কাটছে না। আর তেনমটা হলে আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে বিভিন্ন সংগঠন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
