চট্টগ্রাম বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং

- ডেস্ক রিপোর্ট:
- 03 Jul, 2025
চট্টগ্রাম বন্দরে সদ্য সমাপ্ত অর্থবছরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
বৈশ্বিক নানা সংকট, এনবিআর কর্মিদের আন্দোলনের পরও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধিতে ইতিবাচক হিসাবে দেখছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে আমদানি-রপ্তানি মিলিয়ে ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউস কন্টেইনার ওঠানামা হয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস। সে হিসেবে গত অর্থবছরে ৪ দশমিক ০২ শতাংশ বেশি কন্টেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সচিব ওমর ফারুক জানান, ২০২২-২৩ অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং হয় ৩০ লাখ ৭ হাজার ৩৪৪ টিইইউস। ২০২১-২২ অর্থবছরে হয়েছিল ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ টিইইউস। খোলা পণ্য বা কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে পণ্য হ্যান্ডলিং হয়েছিল ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৪৮ মেট্রিক টন। কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ৬ দশমিক ০৭ শতাংশ।
কন্টেইনার হ্যান্ডেলিং এর পাশাপাশি কার্গো হ্যান্ডলিং ও বন্দরে জাহাজ আসার সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। এসময়ে বন্দরে জাহাজ ভীড়েছে ৪ হাজার ৭৭টি। ২০২৩-২৪ অর্থ বছরে এ সংখ্যা ছিল ৩ হাজার ৯৭১টি। বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্টেক হোল্ডারদের সহযোগিতায় সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
