:
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে চালু হচ্ছে মনোরেল

top-news

চট্টগ্রামের মেয়র ডা: শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ চট্টগ্রামকে সত্যিকার অর্থে একটি  পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য দেশে প্রথমবারের মত চট্টগ্রামে চালু হতে যাচ্ছে মনোরেল।  

প্রকল্পটিতে অর্থায়নসহ প্রকল্প বাস্তবায়নের  আগ্রহ প্রকাশ করেছে দু’টি বিদেশী প্রতিষ্ঠান। প্রকল্পের ব্যায় হবে প্রায় ২৫ হাজার কোটি টাকা। পিপিপি পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।  প্রকল্পটি বাস্তবায়নে  রোববার সকালে আনুষ্ঠানিক ভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে জার্মানী ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ ।  সমঝোতা চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দু’টি ফিজিবিলিটি স্ট্রাডি করবে।

মনোরেল প্রকল্পে চট্টগ্রাম মহানগরীর তিনটি প্রান্তের সাথে সংযুক্ত হবে। মনোরেলের দৈর্ঘ্য হবে ৫৪ কিলোমিটার। লাইন -১ শুরু হবে কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত। লাইন-২ হবে সিটি গেইট থেকে মইজ্জারটেক  পর্যন্ত এবং লাইন-৩ হবে নগরীর অক্সিজেন মোড় থেকে ফিরিঙ্গী বাজার পর্যন্ত। মেট্রোরেলের স্থলে মনোরেল নির্মাণের ফলে ৪০শতাংশ অর্থ সাশ্রয় হবে বলে জানান উদ্যোক্তরা।

অর্থনৈতিক এবং ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ শহর চট্টগ্রামকে ওয়ান সিটি টু টাউনে রূপ দেয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার গেইটওয়ে হিসাবে গড়ে তোলা, পর্যটন শিল্পের বিকাশ এবং  একটি নান্দনিক শহর হিসাবে  গড়ে তুলতে চান চট্টগ্রামের  মেয়র ডা: শাহাদাত হোসেন।

চট্টগ্রামকে একটি ‘ওয়ান সিটি, টু টাউন’ কাঠামোতে নিয়ে যাওয়া, আর্ন্তজাতিক বিমান বন্দরের আধুনিকায়নের কথওা বলেন চট্টগ্রামের মেয়র। তিনি বলেন, কক্সবাজারের পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরকেও আর্ন্তজাতিক রূপ দিতে হবে। 

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *