:
ব্রেকিং নিউজ

পানির দাবিতে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও

top-news top-news

ডেস্ক রিপোর্ট:
রমজানে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের দাবিতে চট্টগ্রামে ওয়াসা অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রাহকরা। দুপুরে নগরীর  দামপাড়া ওয়াসা কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরে চট্টগ্রাাম মহানগরী এলাকায় পানির তীব্র সংকট চললেও ওয়াসা কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেয়ার রমজানে আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এসময় অভিযোগ করা হয়, বার বার ওয়াসা কর্তৃপক্ষকে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের জন্য অনুরোধ জানানো হলেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে না।

দুপুরে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও কালে সমাবেশে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় বিদ্যুতের ভূর্গভস্থ কেবল স্থাপনের কাজ চলাকালে ওয়াসার সরবরাহ লাইনে কাটা পড়ে তিনদিন আগে। লাইন কাটা পড়ায় নগরীয় আগ্রাবাদ, হালিশহর, সিডিএ, দেওয়ানহাট ও কদমতলীসহ আশেপাশের এলাকার মানুষজন চরম ভোগান্তিতে পড়েন। চট্টগ্রাম ওয়াসাকে পানি সরবরাহ লাইন মেরামত না করায় পানি সরবরাহে বিঘœ ঘটে।  স্থানীয়রা ওয়াসা কর্তৃপক্ষের কাছে বার বার দাবি জানালেও ওয়াসার সঞ্চালন লাইন মেরমতে  গড়িমসি করছে।

একদিকে প্রচন্ড গরম এবং অপর দিকে রমজান, এ অবস্থায় নগরীর হালিশহর, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পোল, ছোটপোল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তার পাড়, ধনিওয়ালা পাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ , মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ সংলগ্ন এলাকায় সংকটের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

ওয়াসার পানি সরবরাহের সঞ্চালন লাইন মেরামত করে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয় কর্মসুচি থেকে।সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা সাইফুল আলমসহ স্থানীয় এলাকাবাসী। এসসময় তারা কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন।

এদিকে বিক্ষুব্দ জনতাকে শান্ত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার পাশা জনান, জনদুর্ভোগ লাগবে দ্রুত পানি সঞ্চালন লাইন মেরাম পাশত করা হবে। যতদ্রুত সম্ভব সঞ্চালন লাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নগরীবাসীতে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করতে নতুন প্রকল্প গ্রহণের কথা জানান তিনি।


চট্টগ্রামে বর্তমানে ওয়াসার পানির চাহিদা ৫৬ কোটি লিটার। উৎপাদন সক্ষমতা দৈনিক ৫০ কোটি লিটার।  ওয়াসার গ্রাহক  সংযোগ রয়েছে ৯৮ হাজার। হালদা ও কর্ণফুলী নদী থেকে আসে ৯২ শতাংশ পানি ও গভীর নলকূপ থেকে পাওয়া যায় ৮ শতাংশ পানি। মহানগরীতে বসবাসকারী জনসংখ্যার মধ্যে মাত্র ৬৫শতাংশ মানুষকে চট্টগ্রামা ওয়াসা সরবরাহ করতে করতে পারে সুপ্রেয় পানি।#

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *