মানবতা বিরোধী অপরাধ: শেখহাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের মেয়াদ পিছিয়েছে আরো ২মাস

- ডেস্ক রিপোর্ট:
- 20 Apr, 2025
মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনসহ তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের মেয়াদ আরো দুই মাস পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ২৪জুন পরবর্তী তারিখ ধার্য করেছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকা-ের অভিযোগে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলা দায়ের করা হয়।
এদিকে ট্রাইব্যুনালে এই মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে হাজির আজ আদালতে হাজির করা হয়।
মামলার শুনানিকালে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেন, গত দেড় দশকে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত অসংখ্য হত্যাকা- সংঘটিত হয়েছে। তিনি বলেন, “২০০ গুমের ঘটনার তদন্ত শেষ পর্যায়ে। আট-নয় শত গুমের ঘটনা ঘটেছে। গুমের শিকার ৩০০ মানুষকে হত্যা করা হয়েছে। তদন্ত সংস্থা এসব তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে এবং করছে।” একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনালের কাছে দুই মাস সময় চান বলেও জানান তিনি।
প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানান, এসব হত্যাকা-ে ও গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে এরমধ্যে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতার করা হয়েছে জিয়াউল আহসানকে।
তদন্ত সংস্থা ইতোমধ্যে গুমের স্থান পরিদর্শন করেছেন। এর মধ্যে রয়েছে উত্তরায় র্যাব-১ এর কার্যালয়ে অবস্থিত ‘বন্দিশালা’, যেখানে ‘গুমের শিকার ব্যক্তিদের’ নিয়ে রাখা হত। আরেকটি স্থান হচ্ছে আগারগাঁওয়ে র্যাব-২ এর কার্যালয়; সেখানে ‘গুমঘর’ রয়েছে। কচুক্ষেত এলাকায় যে ‘আয়নাঘর’, যা জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত, সেখানে গুম করে রাখা ব্যক্তিদের ‘আলামত’ পাওয়া গেছে। এছাড়া গুমের পর বন্দিদের উপর নির্যাতনে ব্যবহৃত ‘সামগ্রীও পাওয়া গেছে’ এসব আয়নাঘরে।
প্রধান কৌঁসুলির দাবি, এসব আয়নাঘরের আকৃতি পরিবর্তন করা হয়েছে। গুমের আলামত নষ্ট করার চেষ্টা হয়েছে, যা তদন্তে পাওয়া গেছে।
গুমের ঘটনায় শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্য, এমপি, দলীয় নেতা এবং র্যাব, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন অনেক কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানান তিনি।
এদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযোগে দায়ের করা মামলায় গত ৬ জানুয়ারি শেখ হাসিনাসহ ১১জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তাদের মধ্যে আছেন, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
