:
ব্রেকিং নিউজ

খুলনায় পদযাত্রায় রুহিন হোসেন প্রিন্স অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন

top-news
https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

অগণতান্ত্রিক পরিবেশ থাকলে নানা ধরনের অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। তারা দেশকে আরও অশান্ত করতে চাইবে। গণতন্ত্রের ধারা এগিয়ে নেওয়ার জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স গত ২২ জানুয়ারি খুলনা রূপসার দাদা ম্যাচ ফ্যাক্টরির সামনে থেকে শিববাড়ি মোড় পর্যন্ত সিপিবি আয়োজিত পদযাত্রা ও গণসংযোগে একথা বলেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আর অন্যান্য বিষয় ঐক্যমত্যের ভিত্তিতে কি কি সংস্কার করা যায় তা সরকার সুনির্দিষ্ট করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের সময় পর্যন্ত কিছু কাজ শুরু করা যেতে পারে। যাতে ওইসব কাজ চলমান থাকে। জনগণের ওপর বিচারের ভার ছেড়ে দিতে হবে। কোনো গোষ্ঠী যদি জনগণের পক্ষে দায়িত্ব পালন না করে, সাধারণ মানুষই তার জবাব দেবে।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *