:
ব্রেকিং নিউজ

তিনটি ওয়ানডে ম্যাচ ও টি টুয়ান্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল: সিরিজ সূচি ঘোষণা বিসিবির

top-news

ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আগস্টে শুরু হওয়া ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ১৭ ও ২০ আগস্ট হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩ আগস্ট। 

এরপর চট্টগ্রামে দুই দল ২৬ আগস্ট টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট। ওই সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১ সেপ্টেম্বর সিরিজ শেষ করে দেশে ফিরবেন দলটির ক্রিকেটাররা।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে বলেন, ‘সিরিজটি খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে আশা করছি। ঘরের মাঠে এটি আমাদের অধীর আগ্রহের একটি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত তিন ফরম্যাটে একটি বেঞ্চমার্ক নির্ধারণ করে দিয়েছে। আশা করছি, দুই দেশের ভক্তরা সিরিজটি উপভোগ করবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ খেলেছে। এই সিরিজেও দুর্দান্ত লড়াই হবে এবং উপভোগ্য হবে বলে আমি আত্মবিশ্বাসী।’

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *