:
ব্রেকিং নিউজ

মাস্তানতুয়োনো রেকর্ড দামে রিয়ালে

top-news

সমস্ত অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখালেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে ছয় বছরের চুক্তি করল সফলতম স্প্যানিশ ক্লাবটি।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে রিভারপ্লেট মাস্তানতুয়োনোকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা। তবে এখনই তিনি যোগ দিচ্ছেন না রিয়ালে। তার বয়স ১৮ পূর্ণ হওয়ার পর আগামী ১৪ আগস্ট তিনি পাড়ি জমাবেন সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে।

২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালে থাকবেন ইতোমধ্যে ফুটবল ভক্ত ও বিশ্লেষকদের নজর কেড়ে নেওয়া মাস্তানতুয়োনো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, তাকে পেতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে দলটিকে। রিভারপ্লেটকে পরিশোধ করতে হবে রিলিজ ক্লজের পুরো ৪ কোটি ৫০ লাখ ইউরো। ট্রান্সফার ফির হিসাবে, কোনো আর্জেন্টাইন ক্লাব থেকে দলবদল করা সবচেয়ে দামি ফুটবলার মাস্তানতুয়োনো।

গত ৬ জুন জাতীয় দলে অভিষেক ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েন মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড নিজের দখলে নেন তিনি। সেদিন চিলির বিপক্ষে মাঠে নেমেছিলেন ১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে।

গত সপ্তাহেও মাস্তানতুয়োনোর রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে ছিল শঙ্কা। ধারণা করা হচ্ছিল, গত গ্রীষ্মের মতো এবারও রিভারপ্লেটের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারবে না রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা। তবে অনিশ্চয়তা দূর হয়ে গেল দ্রুতই।

রিভারপ্লেটের বয়সভিত্তিক ধাপ পেরিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে আর্জেন্টিনার শীর্ষ লিগে অভিষেক হয় মাস্তানতুয়োনোর। সামর্থ্য ও দক্ষতা দিয়ে সাড়া ফেলতে বেশি সময় লাগেনি তার। ক্লাব পর্যায়ে এখন পর্যন্ত ৬১ ম্যাচে ১০ গোল করেছেন তিনি।

গত মাসে জাবি আলোন্সো কোচের দায়িত্ব নেওয়ার পর এবারের গ্রীষ্মে স্কোয়াড পুনর্গঠনের কাজ করছে রিয়াল। মাস্তানতুয়োনোর আগে আরও দুজনকে দলে টানা হয়েছে। লিভারপুল থেকে ইংলিশ ফুলব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড ও বোর্নমাউথ থেকে স্প্যানিশ সেন্টারব্যাক ডিন হাউসেন যোগ দিয়েছেন।

৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে মাস্তানতুয়োনো খেলবেন রিভারপ্লেটের হয়ে। 'ই' গ্রুপে দলটির তিন প্রতিপক্ষ হলো ইতালির ইন্টার মিলান, জাপানের উরাওয়া রেডস ও মেক্সিকোর মোন্তেরেই। (সৌজন্যে: ডেইলি স্টার-বাংলা)

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *