বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা পর্বতচূড়া ছুঁয়ে এসেছেন চট্টগ্রামের বাবর আলী

- ডেস্ক রিপোর্ট:
- 16 Apr, 2025
বাবর বলেন, ছয় হাজার ৪০০ মিটার থেকে আমি যাত্রা শুরু করেছি। এক হাজার ৭০০ মিটার পথ ভাঙতে হয়েছে। সাড়ে ১৭ ঘণ্টা সময় লেগেছে চূড়ায় পৌঁছাতে। ৬ এপ্রিল বিকেল ৪টায় পর্বতে উঠতে শুরু করি। ৭ এপ্রিল সকাল ৯টা ৪০ মিনিটে চূড়ায় পৌঁছি। নন স্টপ ১৭ ঘণ্টা পর্বতারোহন। চূড়ায় মাত্র ৫ মিনিটের বেশি থাকার সাহস করিনি। চূড়ায় মাত্র দুজন লোক দাঁড়াতে পারেন। বাবর আলী বলেন, মনে হবে শত্রুপক্ষের এমন একটা করিডোর দিয়ে যাচ্ছেন, যেখানে দুপাশ থেকে মেশিনগান দিয়ে গুলি করছে। আপনি এঁকে বেঁকে যাচ্ছেন, উপর থেকে পাথর খসে পড়ছে। ফেরার সময় আমার ভারী বুট থাকায় আমি বেঁচে গিয়েছিলাম। তবে আমার গাইডের ফোন পড়ে যায় চূড়া থেকে। বাবর বলেন, সমতলের দূষণের প্রতিফলন ঘটছে পর্বতে। নেপালের একটি পর্বতে এখন তুষারই নেই। হ্রদ তৈরি হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের বাইরে নয় পর্বত। পর্বতারোহী বাবর আরও বলেন, তরুণদের তিনটি এম-মাসল, মাইন্ডসেট ও মানি থাকলে পর্বতারোহন সম্ভব। ধাপে ধাপে যেতে হবে। সিঁড়ির কোনো ধাপ বাদ দেওয়ার সুযোগ নেই। ধীরে ধীরে এগোতে হবে। পৃষ্ঠপোষকতা থাকলে সব ধাপ পেরোনো সহজ। সংবাদ সম্মেলণে আরও বক্তব্য দেন- আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো লাক্রামপ, ভিজুয়াল নিটওয়ারসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নূর ফয়সাল, ভার্টিকাল ড্রিস ক্লাবের সভাপতি ফরহান জামান প্রমুখ। এর আগে ২০২২ সালে ৭ হাজার ফুট উচ্চতার পর্বত সামিট করেন বাবর। ২০২৪ সালে এভারেস্ট ও লোৎসে সামিট করে বাবর।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
