:
ব্রেকিং নিউজ

মূক ও বধির এই অভিনেত্রীর সিনেমায় মুগ্ধ বাংলাদেশি দর্শকেরা

top-news
https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

দক্ষিণি অভিনেত্রী অভিনয়া খুব চেনা নাম নন। এই তামিল অভিনেত্রী অবশ্য কাজ করছেন ২০০৮ সাল থেকে। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালমসহ বিভিন্ন ভাষার দক্ষিণি সিনেমায় দেখা গেছে তাঁকে। তবে সম্প্রতি একটি মালয়ালম সিনেমা দিয়ে তিনি আলোচনায়। ওটিটিতে মুক্তির পর সিনেমাটি পছন্দ করেছেন অনেক দেশি দর্শক। সিনেমা ও অভিনয়ার কাজ নিয়ে আলোচনা হচ্ছে অন্তর্জালে।

২০০৯ সালে ‘নাডোডিগাল’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনয়ার। এ সিনেমা দিয়ে সেরা নবাগত অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পান। এরপর আরও বিভিন্ন ভাষার সিনেমা করেছেন। তবে এবারের সাফল্য যেন আগের সবকিছু ছাড়িয়ে গেছে।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *