:
ব্রেকিং নিউজ

ঈদে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড

top-news

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। আজ দুপুরে কোস্ট গার্ডের পূর্বজোনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে।  ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গত ২৪ মার্চ থেকে কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রামের সদরঘাট, বাংলা বাজার ঘাট, কর্ণফুলী ঘাট, ব্রীজ ঘাট, কুমিড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট এবং কক্সবাজার ৬নং ঘাট ও বিআইডব্লিউটিএ ঘাট, আদিনাথ মন্দির ঘাট, মগনামা ঘাট, বড়ঘোপ ঘাট ও দরবার ঘাটসহ গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট গুলোতে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট ও নৌযান গুলোতে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড করতে না পারে তার জন্য তৎপর রয়েছে কোস্ট গার্ড। #

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *