চট্টগ্রামের পটিয়ার বড় উঠানো অনুষ্ঠিত হলো কোরআন প্রতিযোগিতা-

- ডেস্ক রিপোর্ট:
- 23 Mar, 2025
প্রেসবিজ্ঞপ্তি:
কর্ণফুলী উপজেলা, বড়উঠান মৌলভী বাড়ীতে “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” ব্যবস্থাপনায় ২১ মার্চ শুক্রবার ৯ম বারের মত পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান, “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” সভাপতিত্বে ও মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী সুযোগ্য সন্তান দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক, চিটাগাং ক্লাবের সাবেক সহ-সভাপতি, সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি ও সিনিয়র যুগ্ন আহবায়ক বাঁশখালী উপজেলা বিএনপি লায়ন জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), সন্মানিত মেহমান হিসেবে শাহমীরপুর ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ডঃ মুহাম্মদ খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সাবেক কেবিনেট ট্রেজার লায়ন মোছলেহ উদ্দিন খান এমদাদ, বাঁশখালী উপজেলা যুবদল আহবায়ক আবু আহমেদ, ফাউন্ডেশন’র সচিব মোঃ রেজাউল হক খান, তৌফিক আহসান বায়জীদ, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, সমাজ সেবক মেজবাহ উদ্দিন খান, মিজানুল হক খান, নুরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশন’র পরিচালক মেহেরাব হোসেন খান উজ্জল, ব্যাংকার ওমর হায়াত খান রিপন, লিয়াকত হোসেন খান খোকন, ব্যাংকার এহতেশামুল হক খান, কলিমুল্লা খান, বদরুদ্দিন খান, সোহেল উদ্দিন রিপন, মোঃ জহির উদ্দিন টিপু, মোঃ রিমন খান, মোঃ সোহেল, মোঃ সাদ, জিহান, রাকিব, অসিউর রহমান, করিম, শাব্বির।
প্রধান অতিথি জহিরুল ইসলাম চৌধুরী বলেন- রমজানে মাসে আল্লাহতা’য়ালা পবিত্র কোরআন নাযিল করেছেন। রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি, জুলুম, অন্যায় ও সকল মন্দ কাজের অবসন ঘটবে। তিনি ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র এই ধরনের ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রশংসা করেন এবং হাসপাতাল নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মোহাম্মদ মোকাম্মেল হক খান সভাপতির বক্তব্যে বলেন-আমি এবং আমার পরিবার মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। সামাজিক দায়বদ্ধতায় গরীব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করি। ইতোমধ্যে হাসপাতালের জন্য একটি জায়গায় ক্রয় করা হয়েছে। সততা, ত্যাগ, সংযম মানবিকতা যদি থাকে, তাহলে যে কোন কঠিনকাজ সহজে হবে বলে মন্তব্য করেন। ডঃ মোহাম্মদ খলিলুর রহমান বলেন- ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র মহান উদ্যোগ ও মহৎ উদ্দেশ্য প্রশংসা করেন।
সম্মানিত বিচারক হিসাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী, মাওলানা মুহাম্মদ মনছুরুল হক খান, হাফেজ মুহাম্মদ মোরশেদ, হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হক, হাবিবুল হক খান। সম্মানিত বিচারকদের সার্বিক তত্ববধানে ছিলেন বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন”। কোরআন তেলাওয়াতে ১ম স্থান আব্দুল হামিদ, বড়উঠান গাউসিয়া হাসেমিয়া সুন্নিয়া মাদ্রাসা, ২য় স্থান মোহাম্মদ হোছাইন উদ্দিন উছমানি, বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা, আনোয়ারা, ৩য় স্থান মুহাম্মদ ইয়াছির ইসলাম ইয়াসিন, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কর্ণফুলী, হামদ্-নাতে ১ম স্থান মোহাম্মদ ইসমাম হোসেন, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ২য় স্থান মুহাম্মদ হুজ্জাতুল্লাহিল গালিব বায়েজিদ, বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা, ৩য় স্থান মোহাম্মদ আহাদ আলম চৌধুরী, বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা। আযান-এ ১ম স্থান মোহাম্মদ হামেদ হাসান আলাভী, বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা, আনোয়ারা, ২য় স্থান মোহাম্মদ আহাদ আলম চৌধুরী, বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা, ৩য় স্থান মোহাম্মদ ইসমাম হোসেন, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এবার মোট ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআন তেলাওয়াতে- ৪৮ জন, হামদ্-নাতে- ৫৮ জন, আযান-এ- ৪৭ জন সহ মোট ১৫৩ জন প্রতিযোগিতায় অংগ্রহন করে। পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিলে সকল মানব জাতির মঙ্গল এবং কল্যানের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
