চট্টগ্রামে চারদিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার তিনটি যুদ্ধ জাহাজ

- ডেস্ক রিপোর্ট:
- 13 Apr, 2025
রবিবার দুপুর ১২টার পর যুদ্ধজাহাজগুলো চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করে। জাহাজ তিনটি হলো- পেচেঙ্গা (PECHENGA), আলদার সিডেনঝাপোভ (ALDAR TSYDENZHAPOV), রেজকি (REZKIY)। রাশিয়ান যুদ্ধজাহাজগুলো স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় রাশিয়ান দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রাশিয়ান যুদ্ধজাহাজের অধিনায়ক ও নাবিকরা চট্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। সফরকালে রুশ নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থানগুলোও ঘুরে দেখবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে ধারাবাহিকতা, সেই সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, রাশিয়ান জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বাংলাদেশ নেভাল অ্যাকাডেমি, নৌবাহিনীর যুদ্ধকৌশলবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস’ এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল পরিদর্শন করবেন। পাশাপাশি রাশিয়ার নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথমহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার জাহাজগুলোর এই সফরের মধ্য দিয়ে দুদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
