:
ব্রেকিং নিউজ

আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে শিশুসহ নারী ধর্ষণ

top-news

আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে শিশুসহ নারী ধর্ষণ পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বখাটে যুবকদের হাতে অধিকাংশ  ধর্ষনের ঘটনা ঘটছে।  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিসংখ্যান বলছে, ডিসেম্বর থেকে মার্চ ২০২৫ পর্যন্ত  গত চার মাসে  ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৮ জন নারী ও শিশু।  এদের মধ্যে ১০ থেকে ১৮ বছর বয়সী শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। তাদের বেশিরভাগ ভুক্তভোগী পরিবারের সদস্য বা পরিচিতজনদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে।

ওসিসির পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন ৩৬ জন, চলতি বছরের জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে সেটি বেড়ে দাঁড়ায় ৪৩ জনে। আর মার্চে হাসপাতালে ভর্তি হয়েছে   ৩১ জন।

মুলত: আইনের যথাযথ প্রয়োগ না হওয়া, ধর্ষনের দৃষ্টান্ত মুলক শাস্তি না হওয়া,আইনি দুর্বলতা, নারীদের পণ্য হিসাবে ব্যবহার, অবাধে যৌন পণ্যে বিক্রিসহ সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ধর্ষণ বাড়ছে। পাশাপাশি প্রকাশ্যে, অপ্রকাশ্যে মাদক বিক্রী বেড় যাওয়া এবং মাদকসেবীরাও ধর্ষণের মতো অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

মাত্রারিক্ত মোবাইল ব্যবহার, মোবাইল পর্ণোগ্রাফি ছড়িয়ে পড়া, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাওয়া ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন নারী আন্দোলনের নেতৃবৃন্দ। পরিবার থেকে সরকার, রাষ্ট্র সকল পর্যায়ে গণসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের সুষ্ঠু প্রয়োগের দাবিও করছেন নারী আন্দোলনের নেতারা। ধর্ষণকে একটি সামাজিক ব্যাধি হিসাবে আখ্যায়িত করে সমাজের সকল পর্যায়ে মানুষকে এগিয়ে আসার আহবানও জানান তারা।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *