:
ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি-ফ্ল্যাট ও ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেল দুদক

top-news

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী আব্দুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শত কোটি টাকার অবৈধ সম্পদ, ৯ ফ্ল্যাট ও বাড়ি কেনার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তিনি বলেন, 'আব্দুস সোবহান গোলাপ তার সরকারি পদ ও সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থপাচার করে নিউইয়র্কের কুইন্স এলাকায় ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন। এসব সম্পত্তির মূল্য প্রায় ৩২ কোটি টাকা।'

মামলার এজাহারে বলা হয়, গোলাপের অঘোষিত সম্পদের পরিমাণ ৬৮ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া তার নিজের ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫১টি ব্যাংক অ্যাকাউন্টে ৯৭ কোটি ৬৩ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।

গোলাপের বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *