:
ব্রেকিং নিউজ

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার: ৭দিনের রিমান্ডে: থানা লুটের অস্ত্রসহ আছে ভয়ংকর সব অস্ত্র: মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি

top-news


চট্টগ্রামে ফেইসবুক লাইভে এসে থানার ওসিকে প্রকাশ্যে নেংটা করে পিটানোর হুমকি দিয়ে আলোচানায় আসা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, নগরের চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৬ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, গ্রেফতার হওয়া শীর্ষ এই সন্ত্রাসীর কাছে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ভংকর অস্ত্র রয়েছে। এদিকে, নগরীর আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে যে কোন ধরণের ”মবজাস্টিস”র বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছে সিএমপি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে পুলিশকে ন্যাংটা করে পিটানোর হুমকি দিয়ে আলোচনায় আসেন চট্টগ্রামের দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, খুনসহ হেন কোন অভিযোগ নেই তার বিরুদ্ধে। প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মহড়া দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো চট্টগ্রাম মহানগরী এলাকায়। দফায় দফায় অভিযান চালিয়ে কোনভাবে গ্রেফতার করছে পারছিলনা শীর্ষ এই সন্ত্রাসীকে। অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদেও গুলিতে আহত হন পুলিশ সদস্যরাও। পরে তাকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণার কথা জানান চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ। দুপুরে নগর পুলিশ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপি’র কমিশনার জানান, ৫ আগষ্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ এ কে ৪৭, একে ৫৭সহ ভংকর সব অস্ত্র রয়েছে সন্ত্রাসীদের কাছে। শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেফতারের মাধ্যমে সন্ত্রাসীদের অস্ত্র ভান্ডারের তথ্য মিলবে বলেও জানান তিনি। এদিকে, চট্টগ্রাম মহানগরী এলাকায় যেকোন ধরণের মবজাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হুশিয়ারী দিয়েছেন সিএমপি’র কমিশনার। বলেছেন, আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতারের মধ্য দিয়ে সন্ত্রাসীদের জন্য কঠোর বার্তা বলে জানান সিএমপি’র কমিশনার। তিনি জানান, দুর্ধর্ষ এই সন্ত্রাসীর বিরুদ্ধে ডবল মার্ডারসহ বিভিন্ন অভিযোগে জেলা ও মহানগরীতে ১৫টি মামলা রয়েছে

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *