চট্টগ্রামের দোহাজারীতে বাস চাপায় শিশুসহ নিহত-৩

- ডেস্ক রিপোর্ট:
- 13 Mar, 2025
ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখি পূরবী বাস সার্ভিসের একটি বাস অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সপ্তম শ্রেণির শিক্ষার্থী ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৯ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা জামিজুরির জসিম উদ্দিনের সন্তান এবং দোহাজারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
অপরজন অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বেলা দুপুর ১২ পর্যন্ত বিক্ষোভ করে স্থানীয় জনতা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
