চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

- ডেস্ক রিপোর্ট:
- 30 Jun, 2025
দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছেন।
সোমবার সকাল থেকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দরে কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ডাকা শাটডাউন কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে সারাদেশের সব কাস্টম হাউস ও স্টেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
কর্মসূচির কারণে শনিবার থেকে ঢাকার এনবিআর ভবন থেকে শুরু করে দেশের
সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। অচল হয়ে যায়
চট্টগ্রাম বন্দর। এই বন্দরে একদিনে রপ্তানি হয়নি সাড়ে তিন হাজার কনটেইনার।
সরকার বিষয়টির সমাধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে সব ধরনের পদকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করে।
এছাড়া বিক্ষোভকারী কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সরকার বলেছে, জনগণ ও অর্থনীতি রক্ষার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
