জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার বদলিতে আর্থিক লেনদেন নয়

- ডেস্ক রিপোর্ট:
- 01 Jun, 2025
জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলিকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে অসাধু গোষ্ঠী। তারা অর্থের বিনিময়ে বদলি সংক্রান্ত কাজ ও তদবিরবাজির চেষ্টা করছে। এদের বিষয়ে সতর্ক করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলিকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে অসাধু গোষ্ঠী। তারা অর্থের বিনিময়ে বদলি সংক্রান্ত কাজ ও তদবিরবাজির চেষ্টা করছে। এদের বিষয়ে সতর্ক করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১ জুন) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে আর্থিক লেনদেন বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি আইন ও বিচার বিভাগের একটি নিয়মিত কার্যক্রম। বদলি প্রক্রিয়ায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের আবেদন, কর্মকাল, স্বামী বা স্ত্রীর কর্মস্থল, চিকিৎসা ও অন্যান্য মানবিক প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়।
উল্লিখিত বদলি কার্যক্রমে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক কোনো ধরণের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
প্রয়োজনে, এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার পরামর্শও দেয়া হয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
