:
ব্রেকিং নিউজ

অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি: সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সিপিবি’র

top-news

বর্তমান অর্ন্তবর্তী সরকার বাংলাদেশদেশের মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম। তিনি বলেছেন, অর্ন্তবর্তী সরকার দেশকে ৪৭ পুর্ব ধারায় বাংলাদেশকে নিয়ে যেতে চায়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, ৩০লাখ শহীদের রক্ত মুছে দিতে চায়। 

সকালে চট্টগ্রামে চেরাগী পাহাড় এলাকায় বৈঠকখানা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানে দেশে স্বৈরশাসকের পতন হলেও গণতন্ত্র আসেনি, বরং দেশে ’মবতন্ত্র’ চালু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনিদিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে সিপিবি নেতা বলেন, প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে নির্বাচন সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাত এটাই স্পষ্ট হয়েছে তিনি নির্বাচন চান না। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নও তোলেন সিপিবি’র সভাপতি।  

একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না, জাপানে দেয়া প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন সিপিবি’র সভাপতি। তিনি বলেন, শুধু বিএনপি নয়, সব দলই চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আর সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ।

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘মানুষ ২০১৪ সালে ভোট দিতে পারেনি, ২০১৮ সালে ভোট দিতে পারেনি, ২০২৪ সালে ভোট দিতে পারেনি। শেখ হাসিনার আমলে মানুষ ভোট দিতে পারেনি। লড়াইটা হয়েছে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য। অন্তর্বর্তী সরকারের কাজ হল, মিনিমাম সংস্কার করে নির্বাচনের দিকে চলে যাওয়া, দেশকে সংকট থেকে মুক্ত করে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া। কিন্তু উনারা সেটা না করে বড় বড় এজেন্ডা সামনে এনে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন।’

‘সরকারকে বলব, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সেটা অক্টোবরে হতে পারে, নভেম্বরে হতে পারে, ডিসেম্বরে হতে পারে। তবে ডিসেম্বরের বাইরে কোনোভাবেই না। এটা জাতির আকাঙ্খা। জাতির অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনের বিকল্প আর কিছু নেই। আমরা কোনো অসাংবিধানিক কেউ ক্ষমতায় আসুক, সেটা চাই না। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই নির্বাচন। মানুষের দম বন্ধ হয়ে গেছে। দেশের দম বন্ধ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, জাতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে নির্বাচন হতে হবে, রেগুলার সরকার লাগবে। সরকার প্রধান বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা। আমরা মনে করি, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত এসব ষড়যন্ত্র অব্যাহত থাকবে।’

অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে শাহআলম বলেন, ‘অলরেডি আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারও জন্য আপনার দরজা সবসময় খোলা, আর কেউ চারদিন অপেক্ষা করেও আপনার সাক্ষাত পায় না। এ নিয়ে আপনি বিতর্কের মধ্যে পড়ে গেছেন। মানুষের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হবে কী না সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।’

মিয়ানমারের আরকান আর্মিকে করিডোর বা ত্রান দেয়ার জন্য কোন করিডোর দেয়া হলে বাংলাদেশে স্থিতিশীলতা, সার্বভৌমত্ব লংঘন হবে বলেও দাবি করেন তিনি। ইন্দো-প্যাসেফিক ভূরাজনীতির জটিল সমিকরণে বাংলাদেশে সম্পৃক্ত হলে দেশে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলেও তিনি হুশিয়ার করে দেন। 
 
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটিতে বিদেশী অপারেটর নিয়োগের বিরোধীতা করে সিপিবি সভাপতি বলেন, বন্দরে বিদেশী মালিকানা প্রতিষ্ঠিত হলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। বন্দরের কার্যক্রম পরিচালনায় তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও দাবি জানান তিনি। বন্দর বেসরকারী করণের বিরুদ্ধে ঈদের পরে লংমার্চ কর্মসুচি আসছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিপিবি’র চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধরী, নুরুচ্ছাফা ভুইয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *