মোদীকে পুতিনের ফোন: পাকিস্তানের ফের মিস্ইাল পরীক্ষা

- ডেস্ক রিপোর্ট:
- 05 May, 2025
ভুমি থেকে ভূমিতে নিক্ষেপন যোগ্য ৪৫০ কিলোমিটারের ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার ৪৮ ঘন্টার মধ্যে আবারো ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শর্ট রেঞ্জের ক্ষেপনাস্ত্রটির পাল্লা ১২০কিলোমিটার। এটির নাম রাখা হয়েছে ফাতেহ। পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপনাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করেছে।
দু’দেশের পাল্টাপাল্টি উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরী বৈঠক আহবান করা হয়েছে। পাকিস্তানে অনুরোধে নিরাপত্তা পরিষদের এই বৈঠকে পাকিস্তান আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরবে বলে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে।
এদিকে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁতে জঙ্গি হামলার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাসবাদী হামলার তদন্তে রাশিয়া এবং চীনকে তদন্ত দল গঠনের আহবান জানানোর পরপরই রুশ প্রেসিডেন্ট ফোনে মোদীর সাথে কথা বলেন।
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে এবার সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ প্রস্তাব দেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ‘নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টিকে রাশিয়া বিশেষ গুরুত্ব দিচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিবৃতিটি প্রকাশ করেছে।
পহেলগামে জঙ্গি হামলার পরে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশ একে-অন্যের জন্য আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিয়েছে। এতে ধাক্কা খেয়েছে আর্ন্তজাতিক বিমান পরিষেবা। এয়ার ফ্রান্স, লুফৎহানসা-র মতো এয়ারলাইন্সগুলি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারনে তারা পরিস্থিতির উপর নজর রাখছে বলেও জানিয়েছে বিমান সংস্থা গুলি।
এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসফ শাকিব মিয়া নামে এক বাংলাদেশি তরুণ কে গুলি করে হত্যা করেছে। রোববার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শাকিব ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
