নির্বাচনকালীন সময়ে আইন শৃংখলা বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন

- ডেস্ক রিপোর্ট:
- 01 May, 2025
নির্বাচনকালীন সময়ে আইন শৃংখলা বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১২ দফা প্রস্তাব উত্থাপন করে মন্ত্রিপরিষদ বিভাগে দিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিতভাবে এসব প্রস্তাব দিয়ে সংস্কারের সুপারিশ করেছে।
ইসি জানায়, আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবের বিষয়ে লিখিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্রুততম সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ কমবেশি ১২টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছে ইসি।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছি। এখানে তিন ধরনের ক্যাটাগরি ছিল। যেটা আশু বাস্তবায়নযোগ্য কিন্তু রাজনৈতিক কোনো বিতর্ক নেই, সেগুলো আমরা দিয়েছি। যেগুলোয় ঐকমত্যের বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করিনি।’
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
