:
ব্রেকিং নিউজ

ডিজেল-অকটেনসহ সব তেলের দাম লিটারে কমল ১ টাকা

top-news

ডিজেল-অকটেনসহ সব তেলের দাম লিটারে কমল ১ টাকা।
আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, খুচরা দোকানে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৪ টাকা বিক্রি হবে।

এছাড়া, প্রতি লিটারের অকটেনের দাম ১২৫ টাকা ও পেট্রলের দাম ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *