জাতীয় গ্রিডের বিপর্যয়ের কারণ খুঁজতে ৮ সদস্যের তদন্ত কমিটি

- ডেস্ক রিপোর্ট:
- 27 Apr, 2025
জাতীয় গ্রিডের (আমিনবাজার-গোপালগঞ্জ) বিপর্যয়ের কারণ খুঁজতে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ২৬ এপ্রিল বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২২ মিনিট পর্যন্ত খুলনা অঞ্চলে সংগঠিত গ্রিড বিপর্যয় নিয়ে তদন্ত করবে কমিটি। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে তারা। কমিটির কার্যপরিধির মধ্যে আছে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়। গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় এড়াতে সুপারিশ প্রদান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।
কমিটির সদস্য সচিব হিসেবে আছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাজহারুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন— বুয়েটের অধ্যাপক ড. মো. এহসান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য (পিঅ্যান্ডডি) মো. শহীদুল ইসলাম, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী (পরিচালন) মো. আব্দুল মজিদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিস্টেম প্রটেকশন ও টেস্টিং কমিশনিং সেল) মো.আতিকুর রহমান, পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি) পিএলসির প্রধান প্রকৌশলী মোহম্মদ ফয়জুল কবির।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
