বিদেশীদেরই দেয়া হচ্ছে বন্দরের অপারেশনাল কার্যক্রম!!

- ডেস্ক রিপোর্ট:
- 24 Apr, 2025
চলতি বছরেই চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনালের অপারেশনাল কার্যক্রম পরিচালনার জন্য চুক্তি হচ্ছে তিনটি বিদেশী প্রতিষ্ঠানের সাথে। প্রতিষ্ঠান তিনটি হলো ডেনমার্কের এপি-মুলার মায়েরস্ক, সিঙ্গাপুরের পিএসএ এবং সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড।এই দুটি ছাড়াও সরকারি–বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে এ বছর লালদিয়ায় কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে ডেনমার্কের এপি–মুলার মায়েরস্কের সঙ্গে। বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেরাই বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। বন্দর টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছে জামায়াত। এদিকে বন্দরে বিদেশী বিনিয়োগের সম্ভাবনা দেখা দিলেও অনিয়ম-দুনীতি যেন পিছু ছাড়ছে না।
বন্দর চেয়ারম্যান জানান, এই দুটি ছাড়াও সরকারি–বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে এ বছর লালদিয়ায় কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে ডেনমার্কের এপি–মুলার মায়েরস্কের সঙ্গে। বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেরাই বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে।
চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
বন্দর চেয়ারম্যান বলেন, বে টার্মিনাল প্রকল্পের স্রোত প্রতিরোধক তৈরিতে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। এ বছরের শেষে সরকারি–বেসরকারি অংশীদারত্বের আওতায় প্রকল্পের দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে। এর মধ্যে কনটেইনার টার্মিনাল–১ সিঙ্গাপুরের পিএসএ এবং কনটেইনার টার্মিনাল–২ আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ব্যাপারে কাজ এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০৩১ সালে বে টার্মিনাল চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বন্দর চেয়ারম্যান লিখিত বক্তব্যে বলেন, নিউমুরিং টার্মিনালটি একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এ টার্মিনালটি পরিচালনার জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নিয়োগের বিষয়টি চট্টগ্রাম বন্দরের জন্য লাভজনক হবে কি না এবং বাংলাদেশের বন্দর পরিচালনার জন্য দক্ষতা বৃদ্ধি পাবে কি না, তা যাচাই–বাছাই করা হচ্ছে।
মতবিনিময় সভায় বন্দর পর্ষদের সদস্য মো. হাবিবুর রহমান, কমোডর কাওছার রশিদ, ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ উপস্থিত ছিলেন।(তথ্য সুত্র: দৈনিক প্রথম আলো)
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
সর্বাধিক পঠিত সংবাদ
