:
ব্রেকিং নিউজ

দেশ আজ অস্থিতিশীল অবস্থায়-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

top-news

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকার না থাকার কারণে অনেক ধরণের সমস্যা হচ্ছে। দেশ আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরাও বিভিন্ন রকমের অসুবিধায় রয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, তার সাহায্যেই আমরা এই কাজ শেষ করতে পারবো।

তিনি বলেন, এই মসজিদের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম, তখন আমরা ছাত্ররা লাইন ধরে এসে এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম, ইট বহন করেছি, বস্তা তৈরি করেছি। সেই স্মৃতি এখনো মনে আছে। আজকে এই কাজের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। যদিও আমি মনে করি, একজন বিশিষ্ট আলেমকে দিয়ে এই উদ্বোধন করানোই উপযুক্ত হতো। তবুও আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।”

বক্তব্যে শেষে তিনি মসজিদের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, মসজিদের প্রধান ইমাম মোহাম্মদ খলিলুর রহমান, মসজিদের সভাপতি মির্জা রফিকুল ইসলামসহ আরোও অনেকে। ৬ তলা বিশিষ্ট এ মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা।


https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *