:
ব্রেকিং নিউজ

জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তার দোসররা নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে।

top-news
https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তার দোসররা নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে। হাজার হাজার মানুষ এ সময় আহত হয়েছেন। এদের অধিকাংশই শরীরে গুলি নিয়ে বেঁচে আছেন। এর বাইরে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা-মারধরে আহত হয়েছেন গণঅভ্যুত্থানকারীরা। এদের সবাই হাসপাতালে কাতরাচ্ছে। তারা অভিযোগ করেছেন, সঠিক চিকিৎসা তারা পাচ্ছেন না। সাড়ে পাঁচ মাসের মাথায় এসে এ ধরনের অভিযোগ কেন রাষ্ট্রকে শুনতে হচ্ছে গণঅভ্যুত্থানে রক্ত ঝরানো সন্তানদেরকে। এটা নিশ্চয়ই রাষ্ট্রকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। কারণ, তারা এই নিয়ে বিক্ষোভ করেছেন এবং সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।


https://www.newspluse24.com/public/uploads/images/manualAds/maanmanualAds02022025_111955_adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ACI

এটা নিশ্চয়ই রাষ্ট্রকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

unnamed

এটা নিশ্চয়ই রাষ্ট্রকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।